ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গান নিয়েই থাকতে চাই ॥ শায়লা শারমিন

প্রকাশিত: ০৩:৪৪, ৬ নভেম্বর ২০১৬

গান নিয়েই থাকতে চাই ॥ শায়লা শারমিন

সঙ্গীতশিল্পী শায়লা শারমিন। বাংলা লোকগানের অমীয়ধারায় নিজেকে সিক্ত করার পাশাপাশি, তার সঙ্গীতলব্ধ জ্ঞানকে ছড়িয়ে দিচ্ছেন নতুন প্রজন্মের কাছে। লোকগানের আধুনিক ধারার এই শিল্পী জয় করে চলেছেন সঙ্গীতপ্রিয় মানুষের মন। ‘ষোলো আনা’ নামে নতুন একটি এ্যালবাম নিয়ে শ্রোতাদের কাছে খুব শীঘ্রই হাজির হচ্ছেন। এ্যালবাম সম্পর্কে কথা হয় তার সঙ্গে। আপনার নতুন এ্যালবাম সম্পর্কে বলুন শায়লা শারমিন ॥ সম্পূর্ণ মডার্ন ফোকগানের এ্যালবাম ‘ষোলো আনা’। মোট ১০টি গান দিয়ে সাজানো হয়েছে এ্যালবামটি। এর উল্লেখযোগ্য গান হচ্ছে- ঘর আছে সংসার নাই, আল্লাহু আল্লাহু বলে, আমি তোমায় পাই নাই বলে, দেখোতো আমাকে চিনতে পার কিনা, তোমার আমার ভালবাসা, তোমার ওই দুটি চোখ, হৃদয়ের পরশে পরশে, পনেরো নয় সতেরো নয় চাই ষোলো আনা, কিছু কিছু কথা আছে প্রভৃতি। যাদের কথা ও সুরে এ্যালবামের গানগুলো হয়ে উঠেছে প্রাঞ্জল তারা হলেন- বিশিষ্ট গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার, ডাঃ দীন মোহাম্মদ, হাসান মতিউর রহমান, শেখ আবদুল গাফ্ফার, এস এম পান্না, আবদুল হাফিজ ও প্রিন্সিপাল গুলশান আরা। পুরো এ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন এস এম পান্না। সঙ্গীতার ব্যানারে এ্যালবামটি বাজারে আসবে। এ্যালবামটি নিয়ে আপনি কেমন আশাবাদী? শায়লা শারমিন ॥ আমিতো খুবই আশাবাদী। কারণ এর গানগুলো যারা লিখেছেন এবং সুর করেছেন তারা সবাই বাংলাদেশের খুবই জনপ্রিয় গীতিকার ও সুরকার। এর মিউজিক কম্পোজিশনও খুবই ভাল হয়েছে। প্রতিটি গানের সঙ্গে সুরের যে মিলন ঘটেছে, তা শ্রোতাদের আকৃষ্ট করবে আশা করছি। অনেক যতœ করে গানগুলো কণ্ঠে তোলার চেষ্টা করেছি। বাকিটা শ্রোতাদের ওপর ছেড়ে দিয়েছি। আপনার সঙ্গীত জীবনের শুরুর দিকের কথা বলুন শায়লা শারমিন ॥ আমি যখন ক্লাস টুতে পড়ি, বুঝে হোক আর না বুঝে হোক গান গাইতাম। সবাই আমার গান শুনে ভাল বলত এবং আমাকে উৎসাহ দিত। বয়সের সঙ্গে সঙ্গে সঙ্গীতের প্রতি অন্যরকম এক ভাললাগা ও ভালবাসা জন্মে। গানে হাতেখড়ি হয় এসএম পান্নার কাছে। এছাড়া একাডেমিকভাবেও বিভিন্ন প্রতিষ্ঠানে গান শিখেছি। পরবর্তীতে মিল্টন ভাইয়ের কাছে গানে তালিম নিয়েছি এখনও নিচ্ছি। সঙ্গীতে কার বেশি অনুপ্রেরণা? শায়লা শারমিন ॥ আমার জীবনসঙ্গী এস এম পান্নাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে। এছাড়া আমার বাবা ও মায়ের অনুপ্রেরণা আমাকে সামনের দিকে এগোতে সুযোগ করে দিয়েছে। তবে পান্নার সহযোগিতার কথা বলে শেষ করা যাবে না। সবসময় পাশে আছে ছায়ার মতো। আমি যত গান করেছি বেশিরভাগ গানই ওর কম্পোজিশনে। ওর সহযোগিতা ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। আমাদের দেশে লোকগানের বর্তমান অবস্থা কেমন? শায়লা শারমিন ॥ লোকগানের অবস্থা এখন খুবই ভাল। মডার্ন ও মূল সব মিলে লোকগান সবার দৃষ্টি কাড়ছে। ভাল ভাল শিল্পীও তৈরি হচ্ছে। তবে ভালর তো শেষ নেই। যারা শিখছেন তাদের আরও গানের প্রতি যতœবান হওয়া উচিত, যাতে শ্রোতারা আরও বেশি এই গানের প্রতি আকৃষ্ট হয়। সঙ্গীত নিয়ে আগামী পরিকল্পনা কী? শায়লা শারমিন ॥ এখন শুধু এই এ্যালবামটি নিয়ে ভাবছি। এছাড়া সবার কাছে দোয়া চাই যেন সব সময় ভাল ভাল গান সবাইকে উপহার দিতে পারি। গানই জীবন, গানই মরণ, তাই সারাক্ষণ গান নিয়েই থাকতে চাই। -গৌতম পাণ্ডে
×