ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবার নকল মেলানিয়ার

প্রকাশিত: ০৩:৪১, ৬ নভেম্বর ২০১৬

আবার নকল মেলানিয়ার

রিপাবলিকান পার্টির কনভেনশনে ফার্স্টলেডি মিশেল ওবামার বক্তব্য নকল করে ব্যাপক সমালোচনায় পড়া মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে আবারও একই অভিযোগ উঠেছে। এবার তার স্বামী রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাবেক স্ত্রী মারলা ম্যাপলসের কথা নকল করেছেন। জুলাই মাসে কনভেনশনের পর শুক্রবারই প্রথম সমাবেশে বক্তব্য দেন মেলানিয়া। আর তার নকলের বিষয়টি প্রথম সবার নজরে আনেন সৌখিন ইতিহাসবিদ ইয়োনি ব্রান্ডার। তিনি টুইটারে ২০১১ সালে মারলার দেয়া একটি সাক্ষাৎকার তুলে ধরে ট্রাম্পের দুই স্ত্রীর কথার তুলনা করেন। ১৯৯৩ সাল থেকে ছয় বছর ট্রাম্পের ঘর করা অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মারলা ওই সাক্ষাৎকারে বলেছিলেন আমি বিশ্বাস করি, যা তুমি স্বপ্ন দেখবে, তা তুমি হতে পারবে। মেলানিয়া পেনসিলভেনিয়ায় বলেন, আমেরিকা মানে হচ্ছে, তুমি যা স্বপ্ন দেখ, তা তুমি হতেও পার। -ওয়েবসাইট চা বিক্রি করে সেরা... অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয় নাগরিক উপমা ভিড়ডি (২৬) শুধু চা বিক্রি করে সেরা ব্যবসায়ীর খেতাব জিতেছেন। আইনজীবী হয়েও মসলা চা ও আয়ুর্বেদিক চা তার খুব ভাল লাগত। সেই ভাললাগার জন্যই পেশা হিসেবে চা বিক্রিকে বেছে নেন উপমা। শিল্পের পর্যায়ে পৌঁছা চায়ের স্বাদও অন্যরকম। তার ক্যাফেতে আয়ুর্বেদিক চা সবচেয়ে জনপ্রিয়। -এসবিএস বায়ুদূষণের কারণে ১৮০০ স্কুল বন্ধ দূষণের কারণে প্রায় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দিল্লীবাসীর। দিওয়ালির পর থেকেই যেভাবে ভারতের রাজধানীকে ধোঁয়া আর ধুলো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে, সেই অবস্থা স্বাভাবিক হতে সময় লেগে যাবে। মূলত দূষণের হাত থেকে শিশুদের রেহাই দিতে প্রায় ১৮০০ স্কুল শনিবার একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শহরের পলিউশন মনিটরিং এজেন্সির তথ্য বলছে, দিল্লীর বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা পিএমের পরিমাণ ১০। যা স্বাভাবিকের তুলনায় ৪ গুণ বেশি। প্রতি বছর এইচআইভি, ম্যালেরিয়ায় ৫ বছরের নিচে অনেক বেশি শিশু মারা যায় ঘর ও বাইরের দূষণের কারণে।- নিউইয়র্ক টাইমস
×