ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একে অপরের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন হিলারি ও ট্রাম্প

ভোটার টানতে গলদঘর্ম প্রার্থী

প্রকাশিত: ০৬:১৯, ৫ নভেম্বর ২০১৬

ভোটার টানতে গলদঘর্ম প্রার্থী

রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প, ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন এবং তাদের সহায়তাকারীরা বৃহস্পতিবার একই মিশনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোকে প্রচার চালাতে চষে বেড়াচ্ছেন। তাদের মিশন হলো প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোটারদের উদ্দীপ্ত ও ভোটদানে উৎসাহিত করা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রত্যেকেই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে অন্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। খবর বিবিসি ও ওয়াল স্ট্রিট জার্নালের। ভাইস প্রেসিডেন্ট পদে রিপবালিকান প্রার্থী ও ইন্ডিয়ানার গবর্নর মাইক পেন্স আইওয়া সফর করেন। তার সঙ্গে নির্বাচনী প্রচারাভিযানে যোগ দেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের এক সময়কার তীব্র প্রতিদ্বন্দ্বী টেক্সাসের সিনেটর টেড কুজ। ট্রাম্পের স্ত্রী মেলানিয়া পেনসিলভেনিয়ায় প্রচার কাজে যোগ দেন। ট্রাম্প ফ্লোরিডা ও নর্থ ক্যারলিয়ায় কয়েকটি অনুষ্ঠানে ভাষণ দেন। ভাইস প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক প্রার্থী ও ভার্জিয়ানিয়া থেকে নির্বাচিত সিনেটর টিম কেইন আরিজোনায় ল্যাটিনো ভোটারদের ভোট চাইতে তার স্প্যানিশ ভাষায় অনর্গল কথা বলার সামর্থ্যকে কাজে লাগান। প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাটিক প্রার্থীর প্রাইমারি প্রতিদ্বন্দ্বী ও ভারমন্ট থেকে নির্বাচিত সিনেটর বার্নি স্যান্ডারস ওহাইওতে হিলারির পক্ষে ভোট দিতে তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানান। হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন লাস ভেগাসে প্রচার চালান। হিলারি নর্থ ক্যারোলিনাতে কয়েকটি অনুষ্ঠানে ভাষণ দেন। হিলারি তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের মেজাজ ও নারীদের প্রতি তার মনোভাবের কড়া সমালোচনা করেন। সম্প্রতি জাতীয় জরিপে হিলারির অগ্রবর্তী অবস্থান সংকুচিত হচ্ছে বলে দেখা যায়। ট্রাম্প দাবি করেন যে, হিলারি প্রেসিডেন্ট হলেও তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত চালু থাকবে। ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া প্রচার অভিযানে আবির্ভূত হওয়ায় উৎসাহ বোধ করেন। সাবেক মডেল মেলানিয়া নিজেকে এক অভিবাসী ও মা বলে দাবি করেন। তিনি বলেন, তার স্বামী আমেরিকাকে ন্যায়পরায়ন করে তুলবেন। ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনার মতো কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্প হিলারির চেয়ে এগিয়ে গেছেন বলে জরিপে দেখা যায়। দুই প্রার্থীর অবস্থান সমান সমান বলে এখন কোন কোন জাতীয় জরিপে দেখা যায়। নির্বাচনী স্রোত এখন ট্রাম্পের অনুকূলে বলে মনে হয়। তিনি হিলারির এক সহকারীর ই-মেইল নিয়ে এফবিআইয়ের নতুন তদন্ত শুরুর পদক্ষেপকে কাজে লাগিয়েছেন। ট্রাম্প ফ্লোরিডার জ্যাকসনভিলে এক সমাবেশে বলেন, আমরা আবার ক্লিনটনদের নিয়ে একই সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি। আপনারা স্মরণ করুন অভিশংসন ও তজ্জনিত সমস্যার কথা। তিনি বলেন, এটি এমন কিছু নয় যা আমাদের দেশে আমরা চাই। আমরা চাই এমন কাউকে যিনি কাজ করতে প্রস্তুত। পরে ট্রাম্প নর্থ ক্যারোলিনাতে রাতের আয়োজিত এক সমাবেশে প্রতিরক্ষা বিষয়ে এক ভাষণ দেন। এতে তিনি বলেন যে, তিনি কমান্ডার-ইন-চীফ হিসেবে হিলারির কথা কল্পনাও করতে পারেন না। হিলারি নর্থ ক্যারোলিনার এক সমাবেশে বলেন, যদি ডোনাল্ড টাম্প নির্বাচনে জয়ী হন, তবে আমরা এমন এক কমান্ডার-ইন-চীফ পাব, যিনি সম্পূর্ণভাবেই বোধ শক্তিহীন এবং যার ধ্যানধারণা অবিশাস্যভাবেই বিপজ্জনক। তিনি ট্রাম্পের চরিত্রেরও সমালোচনা করে যান। তিনি বলেন, ট্রাম্প তার সমগ্র প্রচার-অভিযানেই তার নির্দয় সমর্থকদের উদ্দেশে বিতর্কিত বার্তাই পাঠিয়েছেন। কোন বড় দলের কোন প্রার্থীই কখনও তা করেননি। প্রেসিডেন্ট বারাক ওবামা তরুণ ভোটার ও আফ্রিকান আমেরিকানদের ডেমোক্র্যাটিক প্রার্থীর পক্ষে টানতে প্রায় হিলারির মতোই কঠোর পরিশ্রম করছেন। ওবামা মায়ামি বিশ্ববিদ্যালয়ে প্রচার চালাতে গিয়ে ‘আশা’কেই বেছে নিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। আগাম ভোটের বিশ্লষণ থেকে মানে হয়, কৃষ্ণাঙ্গ ভোটাররা ২০১২ সালে যত সংখ্যায় ভোট দিয়েছিল, এবার তারা তত সংখ্যায় ভোট নাও দিতে পারে। হিলারি ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নের জন্য তার সময়কার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারসের কাছ থেকেও উৎসাহ পান। বৃহস্পতিবার সন্ধ্যায় নর্থ ক্যারোলিনায় এক সমাবেশে হিলারির পাশে থেকে স্যান্ডারস ন্যূনতম মজুরি বৃদ্ধি ও অসাম্য দূর করতে হিলারির প্রতিশ্রুতির প্রশংসা করেন।
×