ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়ার সহযোগিতা

প্রকাশিত: ০৬:২৪, ৪ নভেম্বর ২০১৬

ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়ার সহযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এবং ব্যাডমিন্টন অস্ট্রেলিয়া ব্যাডমিন্টন খেলাকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করার জন্য ‘শার্টল টাইম বাংলাদেশ’ নামে সারাদেশের প্রাইমারী স্কুলগুলোতে একটি প্রোগ্রাম করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এই প্রোগ্রামের আওতায় প্রায় ২০০ স্কুলের ৩২০ জন শিক্ষক এবং ৬,৮০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে। পুরো প্রোগ্রামটি ব্যাডমিন্টন অস্ট্রেলিয়ার অর্থায়নে সম্পন্ন হবে। আগামী ২০ ডিসেম্বর এই প্রোগ্রামটির উদ্বোধন হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল মালেক (সভাপতি, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন), রামজি বাহাদুর শ্রেষ্ঠ (সভাপতি, নেপাল ব্যাডমিন্টন এ্যাসোসিয়েশন) এবং নিখিল চন্দ্র ধর (রিজিওনাল ডেভেলপমেন্ট অফিসার, ব্যাডমিন্টন এশিয়া)। এছাড়া ব্যাডমিন্টন অস্ট্রেলিয়ার পক্ষে উপস্থিত ছিলেন জ্যাকি লউফ (সিইও, স্পোর্টস মেটার)। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি আমির হোসেন বাহার, সহ-সভাপতি আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আজিজ জিলানী, সদস্য কাজী হাসিবুর রহমান শাকিল, এসএম জাহিদুল হক কচি, জিয়াউল হক জুয়েল প্রমুখ। বিপিএলের স্পন্সর আবুল খায়ের স্টিল স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটের সঙ্গে আগেও সংশ্লিষ্টতা ছিল আবুল খায়ের গ্রুপের। এবার টাইটেল স্পন্সর হিসেবে আত্মপ্রকাশ করল তারা। আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০’র চতুর্থ আসরে টাইটেল স্পন্সর হয়েছে তারা। প্রথমবারের মতো কোন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে। এ কারণে ‘একেএস বিপিএল টি২০ পাওয়ার্ড বাই শাহ সিমেন্ট’ নামে পরিচিত হবে এবারের আসরটি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে টাইটেল স্পন্সরশিপ ঘোষণা করা হয় বৃহস্পতিবার দুপুরে। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী পরিচালক নিজামউদ্দিন চৌধুরী সুজন, বিপিএল গবর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ও স্পন্সর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ করিম চৌধুরী উপস্থিত ছিলেন। এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল। দলগুলো হচ্ছেÑ ঢাকা ডায়নামাইটস, চিটাগং ভাইকিংস, বরিশাল বুলস, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
×