ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৭, ৪ নভেম্বর ২০১৬

টুকরো খবর

চালকলে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৩ নবেম্বর ॥ বুধবার রাতে বগুড়ার সান্তাহার শহরের খাড়িরপুল এলাকার একটি অটোমেটিক চাল কলে ডাকাতি হয়েছে। কালাইকুড়ি অটো রাইস মিল নামের ওই চাল কলের গুদাম থেকে লুট করা হয়েছে ‘কে আর এম’ ব্যান্ডের সাত শতাধিক বস্তা জিরাশাইল চাল। যার মূল্য ১৬ লাখ টাকার অধিক। ওই চালকলের মালিক সান্তাহার চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মতিন তালুকদার। এ ঘটনায় পুলিশ ওই মিলের ম্যানেজার বোরহান উদ্দিন, রাত্রীকালীন শ্রমিকসহ নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জানা গেছে, রাত অনুমান তিনটার দিকে দুটি ট্রাক নিয়ে ডাকাতরা ওই মিলে হানা দেয়। তারা ওই মিলের গুদামের স্টিলের দরজা বাহির থেকে কৌশলে খুলে ভিতরে প্রবেশ করে। এরপর ঘুমিয়ে থাকা শ্রমিকদের বেঁধে রেখে ওই পরিমাণ চাল দুটি ট্রাকে বোঝাই করে নিবিঘেœ চম্পট দেয়। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ৩ নবেম্বর ॥ বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে চাঁদ মিয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মিয়াশি গ্রামের রোকন মিয়ার ছেলে। জানা যায়, গত কয়েক দিন আগে শিশু চাঁদ মিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পার্শ্ববর্তী মোগরহাটা গ্রামে খালার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে সবার অজান্তে শিশু চাঁদ খালার বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা ওই ডোবা থেকে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাঁদকে মৃত ঘোষণা করেন। ডাকাতের হামলায় বৃদ্ধ আহত নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ নবেম্বর ॥ আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামে স্বপন মিয়া নামে এক কেমিক্যাল ও কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতরা হানা দিয়ে হামলা চালিয়েছে। এ সময় ডাকাতির কাজে বাঁধা দেয়ায় গোলাম আলী (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর আহত করেছে ডাকাতরা। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। জানা গেছে, স্বপন মিয়ার বাড়িতে ১৪-১৫ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাত দল বাড়ির পাওয়ারলুম কারখানার দুই শ্রমিকের হাত-পা ও মুখ বেঁধে তাদের কারখানায় ফেলে রেখে ভবনের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে ডাকাতরা স্বপনের পিতা বৃদ্ধ গোলাম আলীকে কুপিয়ে আহত করে। পরে তাদের ডাকচিৎকারে এলাকাবাসী বের হয়ে এলে ডাকাতরা ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ নবেম্বর ॥ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্মআহ্বায়ক আলী হোসেন প্রধানকে (৫২) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জালকুড়ি মাঝপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, বিএনপি নেতা আলী হোসেন প্রধানের বিরুদ্ধে ৩টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরেই তাকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। বাল্যবিয়ে ॥ বর-কনেসহ আটক তিন নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ নবেম্বর ॥ বাল্যবিয়ের অভিযোগে সাভারে বর ও কনেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার দক্ষিণ রাজাশন এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা গেছে, বুধবার রাতে ওই এলাকার সরওয়ার হোসেনের মেয়ে রাবেয়া আক্তার রিনির সঙ্গে তাজুল ইসলামের ছেলে মোস্তফা কামাল অপুর হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে কনে এবং বরের বাবা তাজুল ইসলামসহ বরকে আটক করে। পার্বতীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর, ৩ নবেম্বর ॥ পার্বতীপুরের শিশু নির্যাতন ও নিষ্ঠুরতার প্রতিবাদ ও অপরাধীর শাস্তির দাবিতে ফ্রেন্ডস মিডিয়া বৃহস্পতিবার স্থানীয় শহীদ মিনারে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী পালন করে । ধর্ষণের উপর মতামতভিত্তিক গণস্বাক্ষর শুরু হয় দুপুর ১২টায় । এতে শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বেলা ১টায় এই কর্মসূচী শেষে ২টায় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয় । স্বতঃস্ফূর্তভাবে শহরের বিভিন্ন শেণী পেশার মানুষ যোগ দেয় এ কর্মসূচীতে । এ সমাবেশে সংগঠনের সভাপতি জাকারিয়া মাসুদ রকি, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তাফা কামাল ছাড়াও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের পক্ষে পৌর কাউন্সিলর কৈলাশ প্রসাদ, নীলকান্ত মহন্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ এস এইচ সাজ্জাদ ও গোলাম রসুল মিন্টু বক্তব্য দেন । কক্সবাজারে আধিপত্য নিয়ে গোলাগুলি ॥ নিহত এক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। বুধবার মধ্যরাতে মহেশখালীর কালারমারছড়া নুনাছড়ি বাজারে খলিল বাহিনী ও তারেক বাহিনীর দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্র জানায়, খলিল বাহিনীর মাহমুদুল্লাহ, বদাইয়া, শাহজাহান, শাহাব উদ্দিন ও জয়নালসহ অস্ত্রধারী সন্ত্রাসীরা তারেক বাহিনীর সদস্য উত্তর ঝাপুয়ার আক্তার হোসাইনের পুত্র রিদুয়ানকে (২৫) উপর্যুপরি ৩টি গুলি ও পরে ধারালো কিরিচ দিয়ে জবাই শেষে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে। এখবর ছড়িয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে উভয় পক্ষের লোকজন কালারমারছড়া নুনাছড়ি বাজারে গোলাগুলিতে লিপ্ত হয়। গুলিবিদ্ধ আহত ১০ জনের মধ্যে নুনাছড়ির মোঃ ইসলামের পুত্র রমজান আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শেরপুরে হত্যার দায়ে সহোদরের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩ নবেম্বর ॥ শেরপুরে চাঞ্চল্যকর হাবিবুর রহমান মাস্টার হত্যা মামলায় এরশাদ আলী (৫৫) ও আনসার আলী (৫০) নামে ২ সহোদরকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ওই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসলেহ উদ্দিন। দ-িত ২ সহোদর সদর উপজেলার সাপমারী গ্রামের সফেদ আলীর পুত্র। জেহাদী বইসহ রুয়েটের শিবির সভাপতি আটক রাবি সংবাদদাতা ॥ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা শিবিরের সভাপতি নাসির উদ্দিনসহ দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাফি নামের এক শিবিরকর্মীর দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর পদ্মা ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ জিহাদী বইসহ তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের দুজনকেই নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নাসির উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২তম সিরিজের শিক্ষার্থী। শিবিরকর্মী তৌহিদুর রাফি ইলেকট্রনিক এ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। নকলে সহায়তা ॥ ৭ শিক্ষক বহিষ্কার নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৩ নবেম্বর ॥ মেলান্দহের হাজরাবাড়ী পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে ৭ শিক্ষক শিক্ষিকাকে বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষকরা হলেন, হাজরাবাড়ী বয়েস স্কুলের সহকারী শিক্ষক সোহেল রানা, ঘোষেরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, শিহাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর আলী ও আব্দুল আজিজ। বালুু উত্তোলনে জরিমানা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফুলবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু উত্তোলনের মেশিনপত্র জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবনগর ইউনিয়নের ছোট যমুনা নদীর বেলতলী ঘাটে এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বালু পরিবহন করার কাজে নিয়োজিত একটি ট্রাককে আটক করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। হাসপাতালের স্যালাইনসহ স্টোরকিপার আটক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ নবেম্বর ॥ বুধবার রাত সাড়ে ৯টায় র‌্যাব-৫ পতœীতলা উপজেলার নজিপুর নতুন হাটের ‘দি স্কয়ার জেনারেল হাসপাতাল’ এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন (৪৮) নামে এক চোরাকারবারীকে পাকড়াও করেছে। তার কাছ থেকে ১৮ প্যাকেট বিক্রয় নিষিদ্ধ সরকারী স্যালাইন (বেক্সিমকো কোম্পানি) উদ্ধার করে র‌্যাব। আটককৃত রুহুল আমিন নজিপুর নতুন হাট এলাকায় অবস্থিত দি স্কয়ার জেনারেল হাসপাতালের মালিক এবং ওই এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র। তিনি ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট। বর্তমানে তিনি ওই হাসপাতালের স্টোরকিপারের দায়িত্ব পালন করছেন। ছয় চোরাকারবারি আটক স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলার চিলাহাটি কেতকীবাড়ি সীমান্তে ছয় চোরাকারবারিকে আটক করেছে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের কেতকীবাড়ি নামাজিপাড়া ক্যাম্পের টহলরত বিজিবি জোয়ানরা। বৃহস্পতিবার ভোর চারটার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে একটি বাইসাইকেল, ৬টি মোবাইল সেট, ৩টি টর্চ লাইট, কাঁটাতারের বেড়া কাটা কাঁচি, হ্যান্ড গ্লোবস, একজোড়া প্লাস্টিকের বুট, গায়ে মোড়ানো প্লাস্টিকের জামা, গোপন স্থানে শুয়ে থাকার জন্য ত্রিপল, একটি বড় ব্যাগ ও ১ হাজার ৯৫৮টাকা উদ্ধার করা হয়েছে। মুক্তিযোদ্ধার পরিবারকে হয়রানি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে এক মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে স্থানীয় প্রভাবশালী নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে তারা ওই মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের কুপিয়েছে। এতে মুক্তিযোদ্ধার আহত স্ত্রী ও ছেলে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। ফলে ওই পরিবারের সদস্যদের নিয়ে ওই মুক্তিযোদ্ধা এখন আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছে। নিরাপত্তা চেয়ে ওই মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। কালীগঞ্জ থানার ডেমরা গ্রামের মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ওরফে সামিউল গিয়াস ও পুলিশ জানায়, প্রায় ২৮/২৯ বছর আগে একখ- জমি ক্রয় করে তা ভোগ দখল করে আসছেন মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন। কিন্তু সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল ওই জমি থেকে মুক্তিযোদ্ধাকে উচ্ছেদ করতে নানা ষড়যন্ত্র করছে। ওই প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় জহিরুল হক ও তার লোকজন মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের হুমকি ও ভয়ভীতি দিতে থাকে। এ বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠকের আয়োজন করা হলেও সমঝোতা হয়নি। এর জের ধরে গত ২১ অক্টোবর জহিরুল হক ও তার ছেলে আরিফের নেতৃত্বে সশস্ত্র লোকজন মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে গিয়াস উদ্দিনকে, তার স্ত্রী রওশন আরা ও ছেলে ইমরান আহম্মেদকে এলোপাতাড়ি কোপায় এবং মারধর করে। এ সময় হামলাকারীরা বাড়িতে লুটপাট করে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ওই মুক্তিযোদ্ধার স্ত্রী ও ছেলে এখন ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। এদিকে হামলা ও লুটপাটের অভিযোগ করেছেন জহিরুল হক ও তার পরিবার। বিদ্যুতস্পৃষ্টে পোল্ট্রি কর্মচারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ অক্টোবর ॥ আশুলিয়ায় বিদ্যুতস্পৃষ্টে এক পোল্ট্রি কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকার কোহিনুর গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই পোল্ট্রি কর্মচারীর নাম লিখন (১৬)। সে রাজশাহী জেলার মতিহার থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার কামরুল ইসলামের ছেলে এবং আশুলিয়ার কোহিনুর গেট এলাকার খোকনের পোল্ট্রি দোকানের কর্মচারী ছিল। ৫০ হাজার জেলে মাছ ধরতে সাগরে স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টানা ২২ দিনের সরকারী নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার কক্সবাজার জেলার প্রায় ৫০ হাজার জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরে যাত্রা করেছে। বৃহস্পতিবার সকাল থেকে অসংখ্য ট্রলার সাগরে রওনা দিয়েছে। আবার অনেকেই শুকনো রসদপত্র ও রবফ ভর্তি করে যাত্রার প্রস্তুতি নিচ্ছে। মৎস্য অবতরণ কেন্দ্র ও জেলে পরিবারে চলছে দারুণ ব্যস্ততা। জানা গেছে, জেলার প্রায় ৫ হাজার মাছ ধরার ট্রলার রয়েছে। এর মধ্যে বিহিন্দি জালের ট্রলার সমুদ্র উপকূলের কাছাকাছি এবং ইলিশ জালের ট্রলার গভীর সাগরে মাছ ধরে থাকে। ওসব ট্রলারের প্রতিটিতে ১৬ থেকে ২২ জন করে জেলে রয়েছে। ছোট বড় ট্রলারগুলোতে অন্তত অর্ধলক্ষাধিক জেলে মাছ শিকার করে থাকে। কিবরিয়া হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরও ৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আদালতের পিপি এ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, আদালতে ফরিদ মিয়া, জাবেদ আলী ও সিরাজ আলী নামের তিন ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে আলোচিত এ মামলায় ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। কিবরিয়া হত্যা মামলায় ১৭১ জনের সাক্ষ্যগ্রহণ করার কথা রয়েছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ নবেম্বর। এদিকে আদালতে সাক্ষ্যগ্রহণকালে ১৪ আসামির ১৩ জন উপস্থিত ছিলেন। কৃষকের ৮ গরু চুরি নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৩ নবেম্বর ॥ ভালুকা উপজেলার জামিরদিয়া উত্তরপাড়া গ্রামে বুধবার গভীর রাতে মুনসুর আলীর গোয়ালঘর থেকে একটি সঙ্গবদ্ধ চোরের দল ৮টি গরু চুরি করে নিয়ে গেছে। জানা যায়, রাতে ওই গ্রামের মুনসুর আলী গোয়ালঘরের তালা কেটে সঙ্গবদ্ধ চোরের দল ৮টি গরু চুরি করে ট্রাকে তুলে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত মুনসুর জানান, গরুগুলোর বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। কৃষাণ-কৃষাণীদের মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩ নবেম্বর ॥ কেঁচো কম্পোস্ট ভিলেজ উদ্বোধন ও পরিদর্শন শেষে কৃষাণ-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হামিদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বগুলাডাঙ্গী ও ছোট বালিয়া জঙ্গলীপাড়া এলাকায় এ উপলক্ষে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের প্রকল্প পরিচালক (সাইট্রাস) ফরিদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (দিনাজপুর অঞ্চল) জুলফিকার হায়দর, উপ-পরিচালক রেফায়তুল হোসাইন। ছাত্রী ধর্ষণকারীকে গ্রেফতারের দাবি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি আব্দুল খালেককে আটক ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভিকটিমের পরিবার। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। মেয়েটির বাবা ফিরোজ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার মেয়ে (১৪) স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে।
×