ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্প দেশ ও বিশ্বের প্রতি হুমকি ॥ ওবামা

প্রকাশিত: ০৪:২৬, ৪ নভেম্বর ২০১৬

ট্রাম্প দেশ ও বিশ্বের প্রতি হুমকি ॥ ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার হিলারি ক্লিনটনের পক্ষে ভোট দিতে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ ডেমোক্র্যাটদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে দেন যে, হিলারি প্রতিদ্বন্দ্বী ট্রাম্প কষ্টার্জিত নাগরিক অধিকার, দেশ ও বিশ্বের প্রতি হুমকি। নর্থ ক্যারোলিনায় বুধবার সমাবেশে ভাষণে ওবামা হুঁশিয়ার করে বলেন, যুক্তরাষ্ট্র ও পৃথিবীর ভাগ্য ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে ট্র্রাম্প বলেন, ওবামার উচিত হিলারির পক্ষে প্রচার বন্ধ করা এবং রাষ্ট্র পরিচালনার দিকে নজর দেয়া। ফ্লোরিডায় এক সমাবেশে দেয়া ভাষণে ট্র্রাম্প বলেন, ‘কথা হচ্ছে, কেউই ওবামার আরও চার বছরের শাসন দেখতে চায় না।’ তিনি আরও বলেন, হিলারি সাম্প্রতিক দিনগুলোতে ‘বিচলিত’ হয়ে পড়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি এই নির্বাচনে নেই। কিন্তু আমি আপনাদের বলছি ভোট প্রদানের ক্ষেত্রে সৎ থাকুন। ভোট দেয়ার ক্ষেত্রে সুবিচার করুন। আপনাদের এই ভোটের ওপরেই আমাদের অগ্রগতি ও গণতন্ত্রের ভাগ্য নির্ভর করছে।’ -এএফপি পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৯ পাকিস্তানে করাচীর লানধি রেলস্টেশনের কাছে বৃহস্পতিবার সকালে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছে। রেল পুলিশের সুপারিনটেনডেন্ট নাসির নাজির জানান, দাঁড়িয়ে থাকা ফরিদ এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দেয় জাকারিয়া এক্সপ্রেস। এতে দুটি ট্রেনের কমপক্ষে দুটি বগি উল্টে যায় এবং ট্রেন দুটির অনেক ক্ষতি হয়। বগিগুলোতে অনেক যাত্রী আটকা পড়ে। পরে উদ্ধারকর্মীরা বগিগুলো থেকে যাত্রীদের উদ্ধার করেন। আহতদের নেয়া হয় নিকটস্থ হাসপাতালে। নাসির নাজির জানান, সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি। পাকিস্তানে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। দেশটিতে হাজার হাজার কিলোমিটার ট্রেন লাইন রয়েছে, তবে ব্রিটিশ আমলের। দুর্ঘটনার পরিমাণ বেড়ে গেলেও তা রোধে কার্যকরী কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। সেপ্টেম্বর মাসে মুলতানে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে চারজন নিহত হয়েছিল। -ডন
×