ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইএসকে মসুল না ছাড়ার নির্দেশ বাগদাদির

প্রকাশিত: ০৪:২৫, ৪ নভেম্বর ২০১৬

আইএসকে মসুল না ছাড়ার নির্দেশ বাগদাদির

ইসলামিক স্টেটের শীর্ষনেতা আবু বকর আল বাগদাদি ইরাকী বাহিনীকে প্রতিহত করতে তার যোদ্ধাদের প্রতি নির্দেশ দিয়েছেন। ইরাকী সৈন্যরা মসুল শহরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। তিনি এ শহরেই দু’বছর আগে খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন। বৃহস্পতিবার ইন্টারনেটে বাগদাদির সমর্থকদের প্রকাশ করা অডিওবার্তায় তিনি আইএস যোদ্ধাদের মসুল থেকে পিছু না হটার এবং সেই সঙ্গে তুরস্ক দখল করার নির্দেশ দেন। মসুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের অভিযান শুরুর পর প্রথমবারের মতো এক অডিওবার্তায় জয়ের আত্মবিশ্বাসের কথা বলেন আবু বকর আল বাগদাদি। খবর এএফপি ও ইয়াহু নিউজের। বাগদাদি বলেন, এই উন্মত্ত লড়াই ও পূর্ণ যুদ্ধ এবং যে মহান জিহাদে আজ ইসলামী রাষ্ট্র লড়াই করছে, তা শুধু আমাদের দৃঢ়বিশ্বাস বাড়িয়ে তুলছে। আল্লাহর ইচ্ছায় এবং আমাদের বিবেচনায় এর সবই জয়ের পূর্ব লক্ষণ। তবে ৩১ মিনিট দীর্ঘ রেকর্ডকৃত এ বার্তাটির সত্যাসত্য যাচাই করা যায়নি। এর আগে বাগদাদির বলে দাবি করা সর্বশেষ বার্তাটি ২০১৫ সালের ডিসেম্বরে প্রকাশ করা হয়েছিল। এবারের বার্তায় তিনি আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদকে দুর্বল হতে না দিতে নিনেভ প্রদেশের (মসুল এই প্রদেশের প্রধান শহর) জনগণের প্রতি আহ্বান জানান। আইএসের আত্মঘাতী যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিশ্বাসীদের রাতগুলোকে দিনে পরিণত করুন, তাদের ভূমিকে মরুভূমিতে পরিণত করুন এবং তাদের রক্তে নদী বইয়ে দিন। সিরিয়ায় আইএসের সঙ্গে লড়াইরত তুর্কি বাহিনীর ওপর ক্রোধের আগুন ঢেলে দিতে এবং লড়াই তুরস্ক পর্যন্ত নিয়ে যেতে যোদ্ধাদের প্রতি আহ্বান জানান বাগদাদি। তিনি বলেন, তুর্কিরা আজ আপনাদের ভূখ-ে প্রবেশ করেছে এবং জিহাদকে লক্ষ্যস্থল বানিয়েছে, তাই তুরস্ক দখল করুন এবং তাদের নিরাপত্তাকে আতঙ্কে পরিণত করুন। নিজের অনুসারীদের সৌদি আরবে একের পর এক হামলা চালানোর আহ্বান জানান তিনি।
×