ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড সিরিজের ভারত টেস্ট দল

প্রকাশিত: ০৬:৩২, ৩ নভেম্বর ২০১৬

ইংল্যান্ড সিরিজের ভারত টেস্ট দল

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বহুল আলোচিত পাঁচ টেস্টে দীর্ঘ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। নতুন মুখ পেস বোলিং-অলরাউন্ডার হারদিক পা-িয়া। রঙিন পোশাকে ভাল খেলার সুবাদে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনি। আর লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানদের ইনজুরির জন্য টিকে গেছেন ওপেনার গৌতম গাম্ভীর। একই কারণে বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা। অধিনায়ক যথারীতি বিরাট কোহলি। দল ঘোষণার পর ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, ‘রাহুল ও ধাওয়ানের চিকিৎসা চলছে। আর রোহিতের চোট গুরুতর। হয়তো অস্ত্রপচার করাতে হতে পারে।’ ৯ নবেম্বর রাজকোটে প্রথম টেস্ট দিয়ে শুরু দুই পরাশক্তির মাঠের লড়াই। প্রথম দুই টেস্টের জন্য এই দল ঘোষণা করা হয়েছে। সম্প্রতি শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে আঙুলের চোটে পড়েন ধাওয়ান। তার পরিবর্তে ইন্দোরে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে দেয়ার সুযোগ পান গাম্ভীর। ওপেন করেন মুরলী বিজয়ের সঙ্গে। এরপরও হাইভোল্টেজ এই সিরিজে থাকছেন কি না, সেই প্রশ্ন ছিল। কিন্তু কৌতূহলের অবসান ঘটিয়ে গাম্ভীরকে দুই ম্যাচের প্রাথমিক দলে রেখে দেয়া হয়েছে। কোহলির সঙ্গে সম্পর্কের বরফ অনেকটাই গলেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর। রাহুল-ধাওয়ানের অনুপস্থিতিতে তাই সহজেই টিকে গেছেন কলকাতা নাইটরাইডার্স অধিনায়ক। আর সাময়িক শারীরিক সমস্যার জন্য নিউজিল্যান্ড সিরিজে ছিলেন না ইশান্ত। ফিট হওয়ায় দীর্ঘদেহী এই পেসারকে নেয়া হয়েছে। বল হাতে ওপেনিং পার্টনার হিসেবে তার সঙ্গে উমেশ যাদব, মোহাম্মদ শামি আর ভুবনেশ্বর কুমারও আছেন।
×