ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘হেরে গেলেন নাম্বার ওয়ান’

প্রকাশিত: ০৫:৫৬, ১ নভেম্বর ২০১৬

‘হেরে গেলেন নাম্বার ওয়ান’

দুর্দান্ত গতিতে ছুটছিলেন এ্যাঞ্জেলিক কারবার। অবশেষে তাকে হারিয়ে চমকে দিলেন ডোমিনিকা সিবুলকোভা। রবিবার ডব্লিউটিএ ফাইনালসের শিরোপা জয়ের লড়াইয়ে স্লোভাকিয়ান তারকা সিবুলকোভা ৬-৩ এবং ৬-৪ সেটে হারান জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে। সেই সঙ্গে ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপা জয়ের স্বাদ পেলেন সিবুলকোভা। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠাটাই ছিল তার সর্বোচ্চ অর্জন। কিন্তু সেবার চীনের লি নার কাছে হেরে যান তিনি। তবে এরপর আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সেøাভাকিয়ান তারকা। চোট আর ফর্মহীনতার সঙ্গে লড়াই করতে হয় তাকে। কিন্তু মৌসুমের শেষ বড় টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসের ফাইনালে এ্যাঞ্জেলিক কারবারকে হারিয়ে আবারও পাদপ্রদীপের আলোয় চলে এলেন তিনি। কেননা চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত কেটেছে জার্মান তারকার। অস্ট্রেলিয়ান ওপেনের পর ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেইসঙ্গে আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনাকে হটিয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নেন কারবার। সেই জার্মান তারকাকে হারিয়েই প্রথমবারের মতো ডব্লিউটিএ ফাইনালসের শিরোপা নিজের শোকেসে তুললেন ডোমিনিকা সিবুলকোভা -এএফপি
×