ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিলারির ই-মেইল তদন্ত উদ্যোগে ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমছে

ডেমোক্র্যাটদের তোপের মুখে এফবিআই

প্রকাশিত: ০৬:২২, ৩১ অক্টোবর ২০১৬

ডেমোক্র্যাটদের তোপের  মুখে এফবিআই

ডেমোক্র্যাটিক প্রার্থীর ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহারের ঘটনায় নতুন করে তদন্তের পদক্ষেপ চ্যালেঞ্জ করে এফবিআইকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে বলেছে হিলারি ক্লিনটনের প্রচার শিবির। হিলারি এফবিআইয়ের পরিচালক জেমস কোমির আচরণকে ‘নজিরবিহীন’ ও ‘গভীর উদ্বেগের’ বলে অভিহিত করেছেন। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা সংস্থার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। নির্বাচনী প্রচারে এফবিআই প্রসঙ্গ প্রভাব ফেলছে। জনমত জরিপে দেখা গেছে, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কমছে। খবর এএফপি, বিবিসি, ইয়াহু নিউজ ও নিউইয়র্ক টাইমসের। ভোটের ১১ দিন আগে শুক্রবার কোমি মার্কিন কংগ্রেসকে দেয়া এক চিঠিতে বলেন, হিলারি ক্লিনটন ওবামা প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাবস্থায় তার ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহারের বিষয়ে এফবিআই যে তদন্ত চালাচ্ছিল, তার সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন এক তদন্তের সময় তারা এমন কিছু ই-মেইলের খোঁজ পান, যা আগের তদন্তের সঙ্গে সম্পর্কযুক্ত। তার দফতরের উচিত হবে, পর্যালোচনা করে দেখা এসব ই-মেইলে গোপন কিছু আছে কিনা। কোমি তদন্ত উদ্যোগের পক্ষে সাফাই গেয়ে বলেন, বিষয়টি জনসম্মুখে না আনা হলে তা হবে ‘বিপথগামিতা’ এবং ‘ভুল বোঝাবুঝির’ ঝুঁকিও থাকবে। এদিকে, রিয়েল ক্লিয়ার পলিটিকসের শনিবার প্রকাশিত জরিপের সর্বশেষ ফলে দেখা গেছে, ভোটের মাত্র ১০ দিন আগমুহূর্তে হিলারি সারাদেশে ট্রাম্পের চেয়ে ৩ দশমিতক ৯ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন। আগে এই ব্যবধান ছিল ৭ দশমিক ১ পয়েন্ট। এর আগে, শুক্রবার ওয়াশিংটন পোস্ট ও এনবিসি নিউজের জাতীয় জরিপে দেখা গেছে, হিলারি ট্রাম্পের চেয়ে মাত্র দুই শতাংশ এগিয়ে রয়েছেন।
×