ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জয়ের লক্ষ্যে খেলতে চান কুক

প্রকাশিত: ০৬:২৬, ২৮ অক্টোবর ২০১৬

জয়ের লক্ষ্যে খেলতে চান কুক

মোঃ মামুন রশীদ ॥ চট্টগ্রাম টেস্ট খেলে আপাতত পরিবেশ এবং প্রতিপক্ষ সম্পর্কে ভাল ধারণাই হয়ে গেছে ইংল্যান্ডের। স্বাগতিকদের ভালভাবে ঘায়েল করার জন্য কেমন কৌশল নিতে হবে সেটাও বুঝে গেছেন অধিনায়ক এ্যালিস্টার কুক। পরিকল্পনা অনুসারে সবসময় মাঠে কার্যকর ভূমিকা রাখতে না পারলেও তিনি মনে করছেন বেশ কিছু বিষয়ে উন্নতি করবে দল। এ কারণে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের একাদশে বেশ কয়েকটা পরিবর্তন আনছে ইংল্যান্ড। তবে বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে কয়েক দফায় এবং আজও বৃষ্টির সম্ভাবনা প্রবল। এসব কারণে উইকেটের গতি-প্রকৃতি মুহূর্তেই বদলে গিয়ে ভিন্ন চরিত্রে রূপধারণ করতে পারে। সে কারণে টস জেতাটাকে জরুরী মনে করছেন ইংলিশ অধিনায়ক। এই কন্ডিশনে বাংলাদেশের স্পিনাররা বোলিং করার কারণে অভিজ্ঞতায় এগিয়ে আছে ইংলিশ স্পিনারদের চেয়ে। তবে পরিবেশ, পরিস্থিতি অনুসারে যেমন পরিকল্পনা সাজানোই হোক কুক জানালেন জেতার জন্য প্রচেষ্টার যে তীব্রতা সেটার কোন কমতি নেই দলের। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এসব কথা বলেন তিনি। দ্বিতীয় টেস্টের দলে থাকছেন না অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড, অভিজ্ঞ স্পিনার গ্যারেথ ব্যাটি। এছাড়াও পরিবর্তন আসতে পারে দলে। এমনটাই জানিয়েছেন কুক। সে কারণে ব্রডের ১০০তম টেস্ট খেলার মাইলফলক ছোঁয়াটা বিলম্বিতই হচ্ছে। অলরাউন্ডার জাফর আনসারি আসছেন একাদশে। এ বিষয়ে কুক বলেন, ‘এটা ইতোমধ্যেই লেখা হয়ে গেছে এবং মানুষ দলটাও পেয়ে গেছে। সুতরাং জাফর অভিষেক ম্যাচ পেতে যাচ্ছে। গ্যারেথের পরিবর্তে সে এবং ব্রডের জায়গায় ফিন। আমরা এটা নিয়ে গত গ্রীষ্মের শেষভাগে কথা বলেছি। এই সফরের শুরুতে কথা বলেছি। আমি নিশ্চিত তিনি (ব্রড) সেই মাইলফলক ছুঁতে খুবই পছন্দ করবেন। কিন্তু এক্ষেত্রে আমাদের কিছুটা ভবিষ্যতের দিকে তাকাতে হবে এবং তিনি বুঝতে পারছেন যে আগামী ৬ সপ্তাহে কি পরিমাণ ক্রিকেট তিনি খেলতে পারবেন। আমরা অন্য ছেলেদের বেরিয়ে আসা দেখতে চাই।’ তবে পরিকল্পনা অনুসারে সবসময় কাজ হয় না। যাই ঘটুক জেতার আপ্রাণ চেষ্টাই থাকবে দলের। এ বিষয়ে কুক বলেন, ‘আমরা এই সফরের আগে বসেছিলাম এবং আমরা কি করব সেটা নিয়ে বেশ ভালভাবে আলোচনা করেছিলাম। আপনি যা পরিকল্পনা করেন সেটা সবসময়ই একইভাবে কার্যকর হয় না। কিন্তু আমরা দু’জনকে ইতোমধ্যেই কিছুটা পরিবর্তন দিয়েছি, কিন্তু খেলায় জেতার জন্য যে প্রচেষ্টার তীব্রতা সেটা থামেনি আমাদের।’ চট্টগ্রাম টেস্ট অনেক কিছুই পরিষ্কার করে দিয়েছে। এ কারণে মিরপুর টেস্টের জন্য পরিকল্পনাটা আরও ঢালাও করে সাজিয়েছে ইংল্যান্ড। এ বিষয়ে কুক বলেন, ‘আমি মনে করি আজ (বৃহস্পতিবার) সকালের বৃষ্টি উইকেটে কিছু সবুজ ঘাস গজিয়ে দেবে গতকালকের (বুধবার) তুলনায়। আগামীকাল (শুক্রবার) সকালেও যদি এটা থাকে সেই অপেক্ষায় থাকতে হবে এবং দেখতে হবে আমাদের। আপাতত এটাকে শুকনো উইকেটই মনে হচ্ছে। আপনার খুব বেশি পরিসংখ্যান কিংবা ইতিহাসের দিকে তাকানোর প্রয়োজন নেই। চট্টগ্রামের চেয়ে ঢাকায় কম স্পিন ধরে। আমার অনুভূতি হচ্ছে একইরকম এই খেলায় হবে না।’ প্রথম টেস্টে যেমনটা ভেবেছিলেন কুক তেমনটা হয়নি একেবারে। বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নিতে ঘাম ঝরেছে। এজন্য নিজেদের আরও উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। কুক বলেন, ‘আমার মনে হয়েছে দারুণ একটি টেস্ট ম্যাচে বাংলাদেশ অনেক ভাল খেলেছে। তারা স্পিন বলের বিরুদ্ধে বেশ সাবলীল, এটার মধ্যেই তারা বেড়ে উঠেছে। আর আমাদের সীমার বাইরে দিয়ে চলতে হয়েছে, আমার মনে হয় সফরের শুরুর ক্ষেত্রে এটা আমাদের জন্য দারুণ হয়েছে। উন্নতির প্রত্যাশা করছি। আমাদের স্পিনাররা তাদের লেন্থে আরও উন্নতি করতে পারতো। কিন্তু আমি রিভার্স সুইং পাওয়াতেই বেশি সন্তুষ্ট হয়েছিলাম। আমরা টপঅর্ডারে অনেক বেশি উইকেট দ্রুত হারিয়েছিলাম এবং সেটাই সবকিছু খুব কঠিন করেছে। আশা করছি এখানে আমরা ভালভাবে শুরু করতে পারব এবং শতক পাওয়া পর্যন্ত যেতে পারব।’ পরিবেশ-পরিস্থিতি খেলার গতি-প্রকৃতি পাল্টে দিতে পারে। সে কারণে টসকে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় মনে করছেন কুক। তিনি বলেন, ‘পরিষ্কারভাবেই টস জেতাটা ফলপ্রসূ হবে। আপনারা আগের ম্যাচে এর প্রভাব যেমনটা দেখেছেন পুরোটা সময়। যদিও বল অনেক স্পিন করেছিল, কিন্তু খেলা যত গড়িয়েছে স্পিনটা অনেক কম করেছে ওই উইকেটে। প্রথমে ব্যাট করাটা আমার মনে হয় অস্বাভাবিক বাউন্সের বিরুদ্ধে বেশি ন্যায্য সিদ্ধান্ত হবে যদি ফাটলগুলো ভেঙ্গে যায়। যতটা ভাবা হয়েছিল চট্টগ্রামে তারচেয়ে বেশি এমনটাই হয়েছে।’
×