ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের অভিযোগ

তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাবেন হিলারি

প্রকাশিত: ০৫:৪৬, ২৭ অক্টোবর ২০১৬

তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাবেন হিলারি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সিরিয়া বিষয়ক পররাষ্ট্রনীতি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছাড়তে রাজি করানোর চেয়ে বরং তথাকথিত ইসলামিক স্টেটকে পরাজিত করার দিকে দৃষ্টি দেয়া। হিলারি সিরিয়ার আকাশসীমায় বিমান চলাচল নিষিদ্ধ করার প্রস্তাব করছেন। এটি রুশ বিমানের সঙ্গে সংঘর্ষ বাধাতে পারে বলে কেউ কেউ মতব্যক্ত করছেন। হিলারির প্রচার শিবির ট্রাম্পকে আমেরিকানদের মনে ভীতির সঞ্চার করার দায়ে অভিযুক্ত করেন। খবর বিবিসি অনলাইনের। ট্রাম্প তার প্রার্থিতার সমর্থনে ঐক্যবদ্ধ না হওয়ার দায়ে রিপাবলিকানদেরও সমালোচনা করেন। ফ্লোরিডার মায়ামির ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যদি আমাদের দলীয় ঐক্য থাকে, তাহলে আমরা হিলারি ক্লিনটনের কাছে এ নির্বাচন হারতে পারি না। ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বীর সিরীয় আকাশসীমা নিয়ন্ত্রণের পরিকল্পনার সমালোচনা করতে গিয়ে রিপাবলিকান নেতা এক ধ্বংসাত্মক দৃশ্য তুলে ধরেন। ট্রাম্প বলেন, যদি হিলারি ক্লিনটনের কথা আমরা শুনি, তা হলে সিরিয়াকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে। তিনি বলেন, আপনারা আর কেবল সিরিয়ার সঙ্গে যুদ্ধ করবেন না, সিরিয়া, রাশিয়া ও ইরানের সঙ্গেও যুদ্ধ করবেন। রাশিয়া পরমাণু অস্ত্রসজ্জিত একটি দেশ। যেক্ষেত্রে অন্যান্য দেশ কেবল কথা বলে, সেক্ষেত্রে রাশিয়ার পরমাণু অস্ত্রগুলো সক্রিয় রয়েছে। ট্রাম্প এ মতও ব্যক্ত করেন যে, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কড়া সমালোচনা করার পর হিলারি পুতিনের সঙ্গে কথা বলতে পারবেন না। ট্রাম্প প্রশ্ন করেন, ৮ নবেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হলে হিলারি সেই ব্যক্তির সঙ্গে কিভাবে আলোচনা করবেন, যে ব্যক্তিকে তিনি এত দুষ্ট বলে চিত্রিত করেছেন? হিলারির প্রচার শিবির ওই সমালোচনা উড়িয়ে দিয়ে বলেছে যে, রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় দলের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা ট্রাম্পকে কমান্ডার ইন চীফ হওয়ার অযোগ্য বলে নিন্দাবাদ জানিয়েছেন।
×