ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে ট্রেনে কৃত্তিম ভীড় সৃষ্টি করে ব্যবসায়ীর টাকা লুট

প্রকাশিত: ০০:১৬, ২৬ অক্টোবর ২০১৬

ঈশ্বরদীতে ট্রেনে কৃত্তিম ভীড় সৃষ্টি করে ব্যবসায়ীর টাকা লুট

স্টাফ রিপোর্টা, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন এলাকা এখন পকেটমারদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে পকেটমারদের একটি সিন্ডিকেড এই স্টেশন এলাকায় বেশ প্রভাব বিস্তার করেছে। এ কারণে পকেটমারদের দ্বারা বিভিন্ন ধরনের ট্রেনের ব্যবসায়ী যাত্রী ও সাধারণ যাত্রীদের প্রতিনিয়ত আর্থিক ক্ষতির শিকার হতে হচ্ছে । অনেক সময় জিআরপি পুলিশের উপস্থিতিতেই কৃত্তিম ভীড়ের সৃষ্টি করে পকেট মেরে নেওয়া হচ্ছে। বিশেষ করে রাজশাহী থেকে ঈশ্বরদী হয়ে খুলনার মধ্যে চলাচলকারী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদেরই বেশী পকেটমারা যাচ্ছে । পুলিশ প্রশাসন নিরব ভ’মিকা পালন করছে। ঈশ্বরদী বাজারের কিউ কালেকশনের স্বত্তাধিকারী আলহাজ্ব সোহেল রানাসহ কয়েকজন ব্যবসায়ীর দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানাগেছে। গত সোমবার ট্রেন ও স্টেশন থেকে ঈশ্বরদী বাজারের কিউ কালেকশনের স্বত্তাধিকারী আলহাজ্ব সোহেল রানার পকেটে থাকা ১১ হাজার টাকা মেরে নেওয়া হয়। বাজারের বেকারী ব্যবসায়ী কুটির ১০ হাজার এবং ফতে মহম্মদপুরের হকের ৬ হাজার টাকা মেরে নেওয়া হয়েছে।
×