ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নিজ গুলিতে কনস্টেবল আহত

প্রকাশিত: ০৫:৫৪, ২৬ অক্টোবর ২০১৬

চট্টগ্রামে নিজ গুলিতে কনস্টেবল আহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর থানা এলাকায় এক কনস্টেবল নিজের বন্দুকের গুলিতে আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ রয়েছে, অসাবধানবশত কনস্টেবল আনন্দ বড়ুয়ার দায়িত্বে থাকা বন্দুকের গুলিতে গলায় আঘাতপ্রাপ্ত হয়েছে। মাত্র দু’মাস আগে পুলিশের চাকরিতে যোগদান করেছেন এই কনস্টেবল। চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর গেট এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে দায়িত্বরত ছিলেন আনন্দ বড়ুয়াসহ পুলিশের কয়েক সদস্য। হঠাৎ করে তার সঙ্গে থাকা বন্দুকের গুলি ছুড়ে গলায় আঘাতপ্রাপ্ত হন। দ্রুত আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে নেয়া হলে ১৯ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসকের মতে, আনন্দ বড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক। এদিকে, গুলির শব্দে বন্দরের আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে থানা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, অসাবধানবশত বন্দুকের গুলি বেরিয়ে এ ঘটনা ঘটে। অপরদিকে, পুলিশের আরেকটি সূত্র দাবি করেছে, আনন্দ বড়ুয়া ছুটিতে যাওয়ার জন্য চেষ্টা করলে ওই ছুটি না পাওয়ায় তিনি গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ব্যাপারে বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জনকণ্ঠকে জানান, মাত্র দু’মাস আসে তিনি কনস্টেবল হিসেবে নিয়োগ পান। অসাবধানতার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ছুটি মঞ্জুরের বিষয়ে যেটি চাউর হয়েছে তা সত্য নয়। তিনি ছুটির কোন আবেদন জমা দেননি। ফলে ছুটির মঞ্জুর না হওয়ায় আত্মহত্যার চেষ্টা সঠিক নয়।
×