ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাপানে পার্কে বিস্ফোরণ, নিহত ১

প্রকাশিত: ০৪:০৩, ২৪ অক্টোবর ২০১৬

জাপানে পার্কে বিস্ফোরণ, নিহত ১

জাপানে একটি পার্কে রবিবার পর পর দুটি বিস্ফোরণে একজন নিহত ও দুই জন আহত হয়েছে। স্থানীয় দমকল বিভাগ এ কথা জানায়। খবর এএফপির। দেশটির রাজধানী টোকিও থেকে এক শ’ কিলোমিটার উত্তরে উতসুনেমিয়ার একটি পার্কে স্থানীয় সময় সকল সাড়ে ১১ টায় এ বিস্ফোরণ ঘটে। কি কারণে বিস্ফোরণটি ঘটে তা এখনও জানা যায়নি। পাবলিক ব্রডকাস্ট এনএইচকে বলেছে, ওই পার্কে বাইসাইকেল পার্কিংয়ে ঐ মৃতদেহ পাওয়া যায়। বিস্ফোরণে মৃতদেহ খারাপভাবে ক্ষত-বিক্ষত হয়। স্থানীয় অপর দমকল বিভগের কর্মকর্তা বলেন, ওই তিনজনের বয়স এখনও জানা যায়নি। দৈনিক ইওমিউরি শিমবুন পত্রিকা বলেছে, পার্ক করা গাড়িগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং দুটি যানবাহন পুড়ে যায়। পার্কের ভেতরে মানুষের শরীরের ছিন্নভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া যায়। সেখানে একটি স্থানীয় উৎসবের আয়োজন করা হচ্ছিল। কিন্তু বিস্ফোরণের কারণে এটি বাতিল করা হয়।
×