ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

অভিযোগ দ্রুত সমাধানের আশ্বাস

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ অক্টোবর ২০১৬

অভিযোগ দ্রুত সমাধানের আশ্বাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগের দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. স্বপন কুমার বালা। শনিবার চট্টগ্রামে হোটেল আগ্রাবাদে পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে বিনিয়োগ সচেতনতা মূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, সিএসই ও ডিএসই যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানে ট্রেক হোল্ডারদের মনোনীত প্রতিনিধিসহ, প্রায় শতাধিক সাধারণ বিনিয়োগকারী অংশ নেন। ড. স্বপন কুমার বালা বলেন, পুঁজিবাজারের মূল বিষয় বিনিয়োগের যে সংজ্ঞা তা মেনে চললে এত সঙ্কট তৈরি হতো না। আমাদের পুঁজিবাজার একটি নিয়ন্ত্রিত ব্যবস্থায় পরিচালিত হচ্ছে। কিভাবে সবার জন্যে একটি মঙ্গলজনক, টেকসই পুঁজিবাজার গড়ে তোলা যায় সে ব্যবস্থা আমরা করেছি। স্বাগত বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, দক্ষ বিনিয়োগকারী তৈরির জন্য আজকের এই কর্মশালা। কারণ দক্ষ পুঁজিবাজার বিনির্মাণের জন্য দক্ষ বিনিয়োগকারী খুবই গুরুত্ব রাখে। পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করা দরকার, তাহলে এই সংক্রান্ত যে সব বাধা বিপত্তি আছে তা বুঝতে সহজ হবে। এতে পুঁজিবাজারের সঙ্কট দূর হবে। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের পথে এগিয়ে চলছে এবং অনেকগুলো সূচক অর্জন করে ফেলেছে। অনেকেই বিনিয়োগের দিকে আকৃষ্ট হচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, বিনিয়োগ কোথায় করবেন? এই প্রশ্নের উত্তর নিজের কাছে জানা থাকা প্রয়োজন। ব্যবসা পরিচালনায় সাফল্য লাভের জন্য অনেক ঝুঁকি, প্রতিযোগিতা এবং নিয়ম কানুন রয়েছে। এগুলা জানানোর জন্য সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন। তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ইতোমধ্যে বিএসইসি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। কতগুলো আইন প্রণয়ন করেছে। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, গত কয়েক মাস ধরে পুঁজিবাজার স্থিতিশীল অবস্থায় রয়েছে। এই অবস্থানকে আমরা আরও এগিয়ে নিতে চাচ্ছি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইন্টারনেট ট্রেডিং সিস্টেম ও মোবাইল এ্যাপসের কার্যক্রম প্রদর্শন করা হয়।
×