ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম ফের বেড়েছে

প্রকাশিত: ০৮:৫৩, ২২ অক্টোবর ২০১৬

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম ফের বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর কাঁচা বাজারে সবজির দাম আবারও বেড়েছে। খুচরা বাজারে ৬০-৭০ টাকার নিচে কোন সবজি মেলে না। এ সপ্তাহে প্রায় প্রতিটি সবজি কেজিতে ৫-১০ টাকা বেড়েছে। চাল, আটা, ভোজ্যতেল, পেঁয়াজ, চিনি ও লবণ বিক্রি হচ্ছে আগের দামে। এছাড়া ইলিশ ধরা ও বিক্রি বন্ধ থাকায় বেড়েছে সকল জাতের দেশী মিঠা পানির মাছের দাম। শুক্রবার কাপ্তান বাজার, কাওরান বাজার ও মালিবাগ বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য চিত্র পাওয়া যায়। বাজারে নতুন সবজি এলে দাম কমতে পারে বলে বিক্রেতা জানিয়েছেন। বিক্রেতাদের দাবি, বাজারে সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে। পাইকারি বাজারে দাম বেশি বলে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। আর ক্রেতাদের অভিযোগ, বিশেষ কোন সবজির দাম বাড়তে পারে, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে ৫-১০ টাকা বেড়ে যাওয়া কোন স্বাভাবিক বিষয় হতে পারে না। বিক্রেতারা সিন্ডিকেট ব্যবসা করে বলে এভাবে সবজির দাম বাড়ানো হয়।
×