ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কৃষকের দোরগোড়ায় আবহাওয়া অফিস

প্রকাশিত: ০৪:১৪, ২০ অক্টোবর ২০১৬

কৃষকের দোরগোড়ায় আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আবহাওয়া অফিস এখন কৃষকের দোরগোড়ায়! আবহাওয়ার সামগ্রিক তথ্য সংবলিত ডিজিটাল আবহাওয়া তথ্য বোর্ড পৌঁছেছে কৃষকের কাছে। বুধবার দুপুরে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে এ ডিজিটাল আবহাওয়া তথ্য বোর্ড স্থাপন করা হয়। এ তথ্য বোর্ড দেবে আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগপূর্ববর্তী, দুর্যোগকালীন ও পরবর্তী করণীয়, কৃষি বিষয়ক তথ্যাদিসহ বিভিন্ন সহায়ক তথ্য। এ বোর্ড স্থাপন করেছে উলাসী সৃজনী সংঘ ও প্র্যাকটিক্যাল এ্যাকশন। বুধবার দুপুরে লেবুতলা ইউনিয়ন পরিষদে ডিজিটাল আবহাওয়া তথ্য বোর্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। লেবুতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খালিদ সাইফুল্লাহ। প্রাথমিক পর্যায়ে যশোরের ঝিকরগাছা ও সদর উপজেলার ৪টি ইউনিয়নে এ ডিজিটাল আবহাওয়া তথ্য বোর্ড স্থাপন করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের উদ্যোক্তা এ তথ্য বোর্ড পরিচালনা করবেন। পুলিশের ক্যারিশমায় মাদক মামলার আসামি জেলেরা নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ অক্টোবর ॥ জলকর হাতিয়ে নিতে একটি পক্ষের হয়ে সংখ্যালঘু গরিব জেলেদের বিরুদ্ধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজালেন মাদকদ্রব্যের মামলা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা নাসির উদ্দিনের সাজানো মিথ্যা মামলায় দরিদ্র জেলে পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সাঁথিয়া উপজেলার আরাজী গোপীনাথপুর থেকে ঘুঘুদহ বিল এলাকায় গরিব মৎস্যজীবীরা বংশ পরম্পরায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। কিন্তু একটি মহল তাদের জলকর কেড়ে নেয়ার প্রচেষ্টা করে। এ বিষয়টি যখন আদালত পর্যন্ত গড়িয়েছে ঠিক তখনই ওই মহলের হয়ে সাঁথিয়া থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন গরিব জেলেদের বিরুদ্ধে মিথ্যা মাদকদ্রব্যের মামলা দায়ের করলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অনুসন্ধানে জানা গেছে, ১৬ অক্টোবর দুপুরে সাব-ইন্সপেক্টর খাইরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কাজীপুর গ্রামে যায়। তারা সাঁথিয়া পৌরসভার কাউন্সিলর আব্দুল লতিফের বাড়িতে দুপুরের খাবার খায়। এরপর বিকেলে সাব-ইন্সপেক্টর খায়রুল ইসলাম কাউন্সিলর আব্দুল লতিফ (কাজীপুর গ্রামের) এবং গৌরিগ্রাম ইউনিয়ন পরিষদের মেম্বার রতন এবং আতিকুল্লাহ জিয়াকে সঙ্গে নিয়ে জেলে দেবেন্দ্রনাথ হালদারেরর বাড়িতে যায়। কিছুক্ষণ পরেই পুলিশ দাবি করে দেবেন্দ্রনাথের ঘরের পেছনে গাজার গাছ পাওয়া গেছে। পুলিশ ওই মহলকে জলকর পাইয়ে দিতে মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি এবং গৌরিগ্রাম ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সেক্রেটারি দেবেন্দ্রনাথকে ফাঁসাতে তার ছেলে দুলাল এবং দেবেনের ছোট ভাই পরেশ হালদারের বিরুদ্ধে মাদকদ্রব্য মামলা দায়ের করেন সাঁথিয়া থানার সাব-ইন্সপেক্টের খাইরুল ইসলাম। এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিনকে জিজ্ঞাসা করলে তিনি সদুত্তর দিতে পারেননি।
×