ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নিবন্ধন সনদ ফিরে পেয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

প্রকাশিত: ০০:৩৯, ১৯ অক্টোবর ২০১৬

নিবন্ধন সনদ ফিরে পেয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাতিল হওয়া নিবন্ধন সনদ ফিরে পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। এতে কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। প্রতিষ্ঠানটির আপীলের পরিপ্রেক্ষিতে কোম্পানিটির অনুকূলে নিবন্ধন সনদ পুনর্বহাল করেছে অর্থ মন্ত্রণালয়। এদিকে নিবন্ধন ফিরে পাওয়ার দিনে কোম্পানিটির শেয়ার বিক্রেতাশূণ্য অবস্থায় লেনদেন হয়েছে। দিনটিতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১.৭০ টাকা। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে কোম্পানিটি। গত মঙ্গলবারও কোম্পানিটির শেয়ারের কোন বিক্রেতা ছিল না। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে এক চিঠির মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-কে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের নিবন্ধন সনদ বাতিল সংক্রান্ত আইডিআরএ’র সকল নির্দেশনা রহিত করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পুনরায় বীমা ব্যবসা করতে পারবে। যা ২০১৫ সালের জুন মাস থেকে বন্ধ রয়েছে। পুনঃবীমায় অনিয়ম করার কারণে গত বছর আইডিআরএ এই বীমা কোম্পানিটির নিবন্ধন সনদ বাতিল করেছিল। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে বীমা কাভারনোট, বীমা সার্টিফিকেট বা বীমা পলিসি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফলে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির বীমা ব্যবসা। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আপত্তি তোলা হয়। বিভিন্ন সভায় বিএসইসির পক্ষ থেকে আইডিআরএর সিদ্ধান্তের তীব্র সমালোচনাও করা হয়। তবে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের নিবন্ধন সনদ বাতিলের সিদ্ধান্তে অনড় থাকে আইডিআরএ। কয়েক দফা আইডিআরএ’র কাছে আবেদন করেও কোন সুফল না পেয়ে বীমা আইন মেনে সরকারের দারস্থ হয় প্রতিষ্ঠানটি। এরই পরিপ্রেক্ষিতে সরকার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স’র নিবন্ধন সনদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। সরকার থেকে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের নিবন্ধন সনদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় প্রতিষ্ঠানটি আবার সাধারণ বীমা ব্যবসা করতে পারবে বলে জানিয়েছেন আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদ। এদিকে গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে ধারাবাহিকভাবে বাড়ছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের দাম। চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার লেনদেন হয় ১৩ টাকা ৪০ পয়সায়। ১৮ অক্টোবর লেনদেন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সায়। আইডিআরএ সূত্র জানা গেছে, যে অনিয়মের কারণে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের নিবন্ধন সনদ বাতিল হয় সেই পুন:বীমা সংক্রান্ত অনিয়মটি করা হয় স্ট্যান্ডার্ড গ্রুপের পলিসিতে। ২০১৩ সালের ২৮ নবেম্বর কোনাবাড়িতে গ্রুপটির বহুতল একটি ভবন আগুনে পুড়ে যায়। এরপর এই অগ্নিকাণ্ডের বীমা দাবির টাকা তুলতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে কোম্পানিটির বিরুদ্ধে। এ অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে আইডিআরএ। ওই তদন্ত প্রতিবেদনে স্ট্যান্ডার্ড গ্রুপ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা করপোরেশন ও ক্ষয়ক্ষতি জরিপকারী প্রতিষ্ঠাগুলোর পারস্পরিক যোগসাজশের চিত্র উঠে আসে। এ কারণে ২০১৫ সালের ২১ জুন থেকে প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ তিন মাসের জন্য স্থগিত করে আইডিআরএ। একই সঙ্গে বিবন্ধন সনদ কেন বাতিল করা হবে না ৩০ দিনের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়। পাশাপাশি নিবন্ধন সনদ স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোন নতুন বীমা কাভারনোট, বীমা সার্টিফিকেট বা বীমা পলিসি জারি (ইস্যু) না করার নির্দেশ দেওয়া হয়। তবে ২১ জুনের আগে জারিকৃত বীমা পলিসির কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ রাখা হয়। এর আগে ওই বছরের ৩১ মে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আইডিআরএকে দেওয়া এক চিঠিতে স্বীকার করে স্ট্যান্ডার্ড গ্রুপে’র কিছু বীমা পলিসির ক্ষেত্রে মোট ৪৬ কোটি ৩৩ লাখ টাকার ঝুঁকি পুনঃবীমা করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সনদ স্থগিতের সিদ্ধান্ত নেয় আইডিআরএ। এরপর আইডিআরএ’র নির্দেশনাকে চ্যালেঞ্জ করে ২০১৫ সালের ২৯ জুন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স হাই কোটে রিট (নম্বর-৬৫৮০) করলে আদালত স্থগিতাদেশ দেয়। পরে এই আদাশের বিরুদ্ধে আইডিআরএ আপিল করলে ওই বছরের ৬ জুলাই হাইকোটের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে ৪ সপ্তাহের মধ্যে আপিল বিভাগের পূর্ণাঙ্গবেঞ্জে যাওয়ার অনুমতি দেন। এরপর পূর্ণাঙ্গ বেঞ্জে আপিল করলে আদালত ৩০ জুলাই শুনানীর দিন ধার্য করেন। এরই পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৩০ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের পূর্ণাঙ্গবেঞ্চ শুনানী শেষে চেম্বার আদালতের রায় বহাল রাখেন। একই সঙ্গে হাইকোটে রিট মামলাটি (নম্বর-৬৫৮০) নিষ্পত্তি করতে নির্দেশ দেন। তবে পরবর্তীতে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স হাইকোটে না গিয়ে মামলাটি তুলে নেয়। এরপর দ্বিতীয় দফায় আইডিআরএ প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ আরও দুই মাস স্থগিত করে এবং গত ১০ নবেম্বর স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স’র নিবন্ধন সনদ বাতিলের সিদ্ধান্ত নেয়।
×