ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হত্যার দায়ে সৌদি প্রিন্সের শিরশ্ছেদ

প্রকাশিত: ০৯:০৬, ১৯ অক্টোবর ২০১৬

হত্যার দায়ে সৌদি প্রিন্সের শিরশ্ছেদ

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি নাগরিক আদেল বিন আব্দুল করিম আল মুহাইমিদকে খুনের দায়ে সৌদি প্রিন্স তুর্কি বিন সৌদ বিন তুর্কি বিন সৌদ আল কবিরকে মঙ্গলবার শিরশ্ছেদ করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদে তাকে শিরশ্ছেদ করার এ খবর দিয়েছে। খবর এ্যারাব নিউজ ও এনডিটিভির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, আদেল বিন সোলাইমান বিন আব্দুল করিম আল মুহাইমিদ প্রিন্সের সহকর্মী ছিলেন। তুর্কি বিন সৌদ তাকে গুলি করে হত্যা করেন। ঘটনার পরপরই তুর্কি বিন সৌদ। এরপর ধারাবাহিক তদন্তের পর প্রিন্স দোষী প্রমাণিত হন। জেনারেল কোর্ট তাকে দোষী করে একটি রুল জারি করে, পরে সেটা আপীল বিভাগ এমনকি সুপ্রীমকোর্টেও বহাল রাখা হয়। পরবর্তীতে এই রুলের বিষয়ে রাজকীয় ফরমান জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের জন্য যেকোন শাস্তি কার্যকরে সরকার অঙ্গীকারাবদ্ধ।
×