ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বনানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের অভিযান

প্রকাশিত: ০৮:২৪, ১৯ অক্টোবর ২০১৬

বনানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানী আবাসিক এলাকার ভবন, গেস্ট হাউস, রেস্তরাঁ, হোটেল, বার ও অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছেÑ এমন প্রতিষ্ঠানসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেই সঙ্গে ফুটপাথে অবৈধভাবে থাকা র‌্যাম্পও ভেঙ্গে দিয়েছে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সংস্থাটির উপ-সচিব ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বনানী আবাসিক এলাকার ১ ও ২ নম্বর রোডে অভিযানে আবাসিক এলাকায় অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে ১৫টি গাড়ির শোরুম, ওয়ার্কশপ ও গ্যারেজ বন্ধ করে দেয়া হয়। এ সময় অন্যান্য সেবাদানকারী সংস্থা এসব প্রতিষ্ঠানে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এছাড়া ফুটপাথের ওপর অবৈধভাবে নির্মিত পাঁচটি দোকান ও তিনটি বাগান অপসারণ করা হয়। অভিযানে বনানী আবাসিক এলাকায় অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ২/৩ নম্বর রোডের বাইতুল মাল অটো, এএ্যান্ডএ অটোমোবাইলস, ২/২ নম্বর রোডের এক্সক্লুসিভ কার, এনএস কার গ্যালারি, মজিবর অটোমোবাইলসহ মোট ১৫টি গাড়ির শোরুম বন্ধ করে দেয় রাজউকের ভ্রাম্যমাণ আদালত।
×