ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নয়াদিল্লীর পদক্ষেপে মস্কোর সমর্থন

পাকিস্তান সন্ত্রাসের মূল ঘাঁটি ॥ ব্রিকস সম্মেলনে মোদি

প্রকাশিত: ০৫:৪২, ১৭ অক্টোবর ২০১৬

পাকিস্তান সন্ত্রাসের মূল ঘাঁটি ॥ ব্রিকস সম্মেলনে মোদি

পাকিস্তানকে সন্ত্রাস সরবরাহকারী মূল জাহাজ বলে আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পর্যটন নগরী গোয়ায় অষ্টম ব্রিকস সম্মেলনে পাঁচ সদস্য দেশের রাষ্ট্র নেতাদের সামনে রবিবার সন্ত্রাস ইস্যুতে নাম না করে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এর আগে পাকিস্তানের মদদে আন্তঃসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের জোরালো সমর্থনও পেয়েছে ভারত। তবে এ ইস্যুতে চীনের কাছ থেকে কাক্সিক্ষত জবাব না পেলেও ভারত পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) সদস্যপদ পেতে দেশটির বক্তব্যে সন্তুষ্ট হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও ওয়াল স্ট্রিট জার্নালের। আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসের বিরোধিতা করার অংশ হিসেবেই এদিন মোদি পাকিস্তানের কড়া ভাষায় আক্রমণ করেন। মোদি বলেন, আমাদের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা সন্ত্রাস। আর সবচেয়ে বিড়াম্বনার বিষয় হলো ভারতের পড়শি দেশই সন্ত্রাসের জন্মভূমি হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসের ক্রমবর্ধমান এই চাপ মধ্যপ্রাচ্য, পশ্চিম ও দক্ষিণ এশিয়া এবং ইউরোপের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই হিংস্র পদক্ষেপ আমাদের দেশবাসীর নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, পাশাপাশি আমাদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যকেও বাধাগ্রস্ত করছে। মোদি আরও বলেন, আমাদের নিজস্ব এলাকাতেই সন্ত্রাসের থাবা শান্তি, সুরক্ষা ও উন্নয়নকে বিঘিœত করছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা এই সন্ত্রাসের সরবরাহ করছে আমাদেরই পড়শি দেশ। সন্ত্রাসের এই মূল জাহাজ থেকেই বিশ্বজুড়ে সন্ত্রাস মডিউল ছড়িয়ে পড়ছে। পাকিস্তানকে তুলোধুনা করতে করতে মোদি দাবি করেন, ভারতের প্রতিবেশী শুধু জঙ্গীদের আশ্রয়ই দিচ্ছে না সন্ত্রাসীদের সঙ্গে তারা সমভাবাপন্ন। এদিকে ভারত ও রাশিয়া তাদের সম্পর্কে সম্প্রতি ঘাটতি দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে কয়েক দশকের বন্ধনকে নতুন করে উষ্ণ করতে চাইছে। তাই দেশ দুটি শনিবার প্রতিরক্ষা ও জ্বালানিসহ ১৬টি চুক্তি সই করেছে। ভারত ও রাশিয়ার চুক্তির ঘোষণা এমনই এক সময় দেয়া হলো ঠিক যখন দিল্লী ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক পাকাপোক্ত করছে এবং মস্কো ভারতের প্রতিদ্বন্দ¦ী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ার পদক্ষেপ নিয়েছে। গোয়ায় মোদির সঙ্গে এক বৈঠকে পুতিন জানিয়ে দেন, উরি হামলার ঘটনার পরে ভারতের নেয়া পদক্ষেপে রাশিয়ার সমর্থন রয়েছে। ভারত তাদের সোভিয়েত যুগের সামরিক সরঞ্জামাদির আধুনিকায়ন এবং দেশজ প্রতিরক্ষা উৎপাদন তরান্বিত করতে চাইছে। কারণ দেশটি পাকিস্তানের সঙ্গে সৃষ্ট উত্তেজনা মোকাবেলা করছে এবং সামরিক দিক থেকে এগিয়ে থাকা চীনকে ধরতে চেষ্টা করছে। মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেন, সন্ত্রাসের হাত থেকে চীন ও ভারত কোন দেশই নিরাপদ নয়। এই ইস্যুতে দুই দেশে কোন ভিন্নমত থাকতে পারে না। সন্ত্রাস যে প্রধান হুমকি, সে বিষয়ে সম্মত হন মোদি ও শি জিনপিং এবং চীন সকল প্রকার সন্ত্রাসের নিন্দা জানায়। তবে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসের মূলহোতা মাওলানা মাসুদ আজহারের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপে চীন আপত্তি তুলে নিতে সম্মত হয়েছেÑ এমন কোন ইঙ্গিত মেলেনি। পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) ভারতের সদস্য হওয়ার জন্য আবেদন নিয়ে ভারত-চীন সম্পর্কের জুজুরভয় কেটেছে। শি জিনপিং জানান, এ বিষয়ে দ্বিতীয় দফা বৈঠক শীঘ্রই অনুষ্ঠিত হবে।
×