ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচ ড্র

প্রকাশিত: ০৫:৩০, ১৬ অক্টোবর ২০১৬

প্রস্তুতি ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ দুইদিনের প্রস্তুতি ম্যাচ। খেলা হলো একদিন। তাও ৪৫ ওভার করে খেলা হলো। তা না হলে কোন একটি দলই যে ব্যাটিং করার সুযোগ পেত। তাতেও ম্যাচ হলো ড্র। অবশ্য বিসিবি একাদশের ভা-ারে যে আরেকটি ওভার খেলার বাকি ছিল, সেটি হলে ইংল্যান্ড হারত। তা হলো না। আর তাই ম্যাচে ড্র নিয়েই মাঠ ছাড়েন দুই দলের ক্রিকেটাররা। বৃষ্টির বাঁধায় প্রথমদিনের খেলা মাঠেই গড়ায়নি। দ্বিতীয় দিনের খেলা হলো। টস জিতল ইংল্যান্ড। আগে ব্যাটিং করার সিদ্ধান্তও নিল। দুই দলেরই ব্যাটিং-বোলিং ভালই হলো। ইংলিশরা একদিন সুযোগ পেয়েই ব্যাটিং অনুশীলনটা ভালভাবে করে নিলেন। ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান করল ইংল্যান্ড। বেন ডাকেট দুর্দান্ত ব্যাটিং করলেন। ৫৯ রান করে আর ব্যাটিং করলেন না। অন্যদের ব্যাটিং করার সুযোগ দিলেন। গ্যারি ব্যালান্স অপরাজিত ২৭ ও মঈন আলী ২৪ রান করলেন। ইংল্যান্ড টেস্ট দলের নিয়মিত অধিনায়ক এ্যালিস্টার কুক প্রস্তুতি ম্যাচ খেলবেন না তা আগেই জানা গেছে। বাংলাদেশ-ইংল্যান্ড যখন ওয়ানডে সিরিজ খেলে, তখন বাংলাদেশে আসেন কুক। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্যাটিং অনুশীলনও করেন। এরপর নবাগত সন্তানের অপেক্ষায় থাকা কুক ইংল্যান্ড চলে যান। টেস্ট শুরু হওয়ার আগেই চলে আসবেন। বিসিবি একাদশের সাব্বির রহমান রুম্মন একাই ৩ উইকেট নেন। আর কোন বোলারই কোন উইকেট নিতে পারেননি। ডাকেট ‘রিটায়ার্ড হার্ট’ হওয়ায় ৪ উইকেটের পতন দেখান হয়। যে রান করে ইংল্যান্ড, তা যে টপকে যাবে বিসিবি একাদশ; তা শুরু থেকেই বোঝা যায়। দুই ওপেনার শাহরিয়ার নাফীস ও সৌম্য সরকার যে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। দুইজন মিলে ৮৮ রানের জুটি গড়েন। তাও আউট হননি। ৫১ রান করে শাহরিয়ার ‘রিটায়ার্ড হার্ট’ হন। এক রান যোগ হতেই সৌম্য সরকারও (৩৩*) একই পথ ধরেন। এরপর সাব্বির ব্যাট হাতেও করেন ৩০ রান। ইংলিশ বোলাররা বিসিবি একাদশের দুটি উইকেটই ফেলতে পারেন। যখন ৪৪ ওভারে ১৩৬ রান করে ফেলে বিসিবি একাদশ, এমন সময়েই দিনের খেলা শেষ করে দেয়া হয়। জিততে বাকি থাকে আর ২ রান। এক ওভার খেলতে পারলেই তা হয়ে যেত। কিন্তু আলো স্বল্পতায় বল আর মাঠে গড়ায়নি। ম্যাচ হয়ে যায় ড্র। তবে ম্যাচটি থেকেই বোঝা যায়, বাংলাদেশ পেসারদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও একই কথা ভাবছেন। তাইতো বলেছেন, ‘আমরা পেস বোলিং নিয়ে অবশ্যই দুশ্চিন্তায় আছি।’ সঙ্গে যোগ করেন, ‘নতুন যারা আছে তারা ভাল করছে। এখন আমাদের ওদের ওপরই বিশ্বাস রাখতে হবে। দেখা যাক কি হয়। ওয়ানডেতে আমরা তিনজন পেসার নিয়ে খেলি। এখন টেস্টে আমরা দুইজন না তিনজন নিয়ে খেলব এটা একটি প্রশ্ন।’ আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শুরু হবে। সংক্ষিপ্ত স্কোর ॥ বিসিবি-ইংল্যান্ড একাদশ ম্যাচ ইংল্যান্ড একাদশ ইনিংস ১৩৭/৪; ৪৫ ওভার (ডাকেট ৫৯ (রি.হা), ব্যালেন্স ২৭*, মঈন ২৪; সাব্বির ৩/২৭)। বিসিবি একাদশ ইনিংস ১৩৬/৪; ৪৪ ওভার (শাহরিয়ার ৫১ (রি.হা), সৌম্য ৩৩ (রি.হা), সাব্বির ৩০; ব্যাটি ২/৩১)। ফল ॥ ম্যাচ ড্র।
×