ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আলেপ্পো বিদ্রোহীমুক্ত করতে হবে ॥ আসাদ

প্রকাশিত: ০৪:২৪, ১৬ অক্টোবর ২০১৬

আলেপ্পো বিদ্রোহীমুক্ত  করতে হবে ॥ আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, অবরুদ্ধ আলেপ্পো শহর বিদ্রোহীমুক্ত করতেই হবে। তারপর এ শহরটি থেকে যুদ্ধ চালিয়ে সন্ত্রাসীদের তুরস্কে ফেরত পাঠানো যাবে। আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব অংশে সিরিয়া এবং রাশিয়া বোমা হামলা তীব্রতর করেছে। খবর ওয়েবসাইটের। রাশিয়ার ‘কমসোমোলস্কায়া প্রাভদা’ পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ বলেন, আলেপ্পো দখল করতে পারলে তা সিরিয়ার যুদ্ধে জয়ী হতে সহায়ক হবে। আলেপ্পো হবে ‘স্প্রিংবোর্ড’। যেখান থেকে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। প্রেসিডেন্ট আসাদ বলেন, এই জায়গাটা আমাদের বিদ্রোহীমুক্ত করতেই হবে এবং এখান থেকে ‘সন্ত্রাসীদের’ তুরস্কে ঠেলে দিতে হবে। তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আরও কয়েকটি উপসাগরীয় ও পশ্চিমা দেশও বিদ্রোহীদের সমর্থন করছে। সিরিয়ার আলেপ্পো শহরের একটি অংশের নিয়ন্ত্রণ সরকারী বাহিনীর হাতে এবং বাকি অংশ বিদ্রোহীদের হাতে। সিরিয়ার গৃহযুদ্ধে সবচেয়ে তীব্র লড়াই চলছে এ শহরের পুনরায় দখল করা নিয়ে।
×