ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আরও তিন নারীর

প্রকাশিত: ০৬:৪৪, ১৪ অক্টোবর ২০১৬

ট্রাম্পের বিরুদ্ধে যৌন  নিপীড়নের অভিযোগ আরও তিন নারীর

নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য ও ধর্ষণের অভিযোগে মামলা নিয়ে বিপাকে থাকা মার্কিন প্রেসিডেন্ট পদপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন আরও তিন নারী। খবর বিবিসির। ট্রাম্পের বিরুদ্ধে জেসিকা লিডস (৭৪) ও র‌্যাচেল ক্রুকস (৩৪) নামের ওই দুই নারীর অভিযোগ নিউইয়র্ক টাইমস বুধবার প্রকাশ করে। ট্রাম্প শিবির অবশ্য তাদের ওই অভিযোগকে গালগল্প বলে উড়িয়ে দেয়ার চেষ্টা করেছে। জেসিকা লিডসের অভিযোগ, তিন দশক আগে নিউইয়র্কগামী একটি উড়োজাহাজে পাশের সিটে থাকা ট্রাম্প যৌন উদ্দেশ্য নিয়ে তার শরীরে হাত দেন। তিনি বলেন, অক্টোপাসের মতো তার হাত যেন আমার শরীরের সবখানে বিচরণ করছিল। এটা ছিল মারাত্মক অপমান। সে সময় লিডসের বয়স ছিল ৩৮ বছর। ওই ঘটনার পর ফার্স্ট ক্লাস থেকে সরে গিয়ে তিনি ইকোনমি ক্লাসে বসেন। ট্রাম্প গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার জন্য প্রচার শুরুর আগ পর্যন্ত ওই ঘটনা নিজের মধ্যেই চেপে রেখেছিলেন ম্যানহাটানের বাসিন্দা লিডস। তিনি বলেন, ট্রাম্প যা করেছে, তার তার চরিত্রেরই অংশ। যারা তাকে ভোট দেবেন, তারা এ বিষয়টিও ভেবে দেখবেন আশা করি। ২০০৫ সালে ট্রাম্প টাওয়ারে রিসেপশনিস্টের কাজ করা র‌্যাচেলের অভিযোগ, একদিন একটি লিফটের বাইরে তার ইচ্ছার বিরুদ্ধে ঠোঁটে চুমু দিয়ে বসেন নিউইয়র্কের ধনকুবের ট্রাম্প। ওটা ছিল খুব অশালীন। সে আমাকে এতটাই দুর্বল ভেবেছিল যে, মনে করেছিল আমার সঙ্গে এসব করাই যায়। র‌্যাচেল বলেন, ওই ঘটনার আকস্মিকতায় তিনি এতটাই বিচলিত হয়ে পড়েন যে তাৎক্ষণিকভাবে তার ছেলেবন্ধুকে ফোন করে কান্নাকাটি শুরু করেন। ওই ঘটনার পর ট্রাম্প একদিন তার ফোন নম্বর চেয়েছিলেন বলেও দাবি র‌্যাচেলের। ট্রাম্প তাকে বলেছিলেন, র‌্যাচেলের ফোন নম্বর তিনি নিজের মডেলিং এজেন্সিতে পাঠাবেন। যদিও ওই এজেন্সি কখনও র‌্যাচেলের সঙ্গে যোগাযোগ করেনি। ‘এগুলো বাস্তব ঘটনা। মানুষের এগুলো জানা প্রয়োজন,’ বলেন র‌্যাচেল। এসব ঘটনা নিয়ে দুই নারী কখনও ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ না আনলেও তাদের বন্ধু ও আত্মীয়রা এ ঘটনাগুলো জানেন। অন্যদিকে ট্রাম্প শিবির নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন ‘মিথ্যা’ দাবি করে বলেছে, পুরো প্রতিবেদনটিই ‘কল্পকাহিনী’, এর উদ্দেশ্য ট্রাম্পের চরিত্র হনন করা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচার শিবির ট্রাম্পকে নিয়ে এই খবরে নতুন করে সমালোচনায় মুখর হয়েছে। তারা বলছে, ট্রাম্প সম্পর্কে তাদের যে ধারণা, তার সঙ্গে ওই দুই নারীর অভিযোগ পুরোপুরি মিলে যায়।
×