ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা ॥ পাথরঘাটায় ২৮ জেলের কারাদণ্ড

প্রকাশিত: ০৬:১৫, ১৪ অক্টোবর ২০১৬

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা ॥ পাথরঘাটায় ২৮ জেলের কারাদণ্ড

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ১৩ অক্টোবর ॥ দুই দিনের পৃথক অভিযানে পাথরঘাটায় ২৮ জন জেলেকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ও বৃহস্পতিবার রাতে উপজেলার চরদুয়ানীর বলেশ্বর ও বিশখালী নদী থেকে কোস্টগার্ড ও নৌপুলিশ জেলেদের আটক করে। বৃহস্পতিবার সকালে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) ও নির্বাহী মেজিস্ট্রেট রবিউল ইসলামের কাছে হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে বিনাশ্রম ১ মাসের কারাদ- দিয়েছেন। কলাপাড়ায় গ্রেফতার তিন নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া থেকে জানান, ইলিশ শিকারকালে তিন জেলেকে গ্রেফতার করেছে কলাপাড়া উপজেলা মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় সাগর মোহনা সংলগ্ন আন্ধারমানিক নদীতে শওকত, মোহন ও আফজাল নামের এ তিন জেলেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি তালতলী উপজেলার কবিরাজ পাড়ায়। ভোলায় ১১ জেলে নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে বুধবার দুপুরে ১১ জেলেকে কোস্টগার্ড সদস্যরা আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ট্রলার, জাল ও মাছ জব্দ করা হয়েছে। লক্ষ্মীপুরে ১০ জেলে নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, লক্ষ্মীপুরের মেঘনায় বুধবার সকাল থেকে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের দায়ে আলাউদ্দিন নামে একজন ট্রলার মালিকসহ ১০ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার বুড়িরঘাটসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। জব্দকরা হয়েছে কারেন্ট জালসহ ইলিশ শিকারের প্রায় পাঁচ হাজার মিটার জাল। যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
×