ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সমর্থকদের ধৈর্য ধরতে বললেন গার্ডিওলা

প্রকাশিত: ০৬:১৫, ১২ অক্টোবর ২০১৬

সমর্থকদের ধৈর্য ধরতে বললেন গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ পেপ গার্ডিওলার অধীনে মৌসুমের প্রথম ১১ ম্যাচের কোনটিতেই পরাজয় দেখেনি ম্যানচেস্টার সিটি। রবিবার সেই ভুলে যাওয়া স্বাদটাই সিটিজেনদের উপহার দিল টটেনহ্যাম হটস্পার। নিজেদের মাঠ হোয়াইট হার্ট লেনে স্পার্শরা ২-০ গোলে হারাল ম্যানচেস্টার সিটিকে। দুর্দান্ত শুরুর পর এমন পরাজয়ে ম্যানসিটির অনেক সমর্থকই হতাশ। তবে তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সিটির অভিজ্ঞ কোচ পেপ গার্ডিওলা। এ প্রসঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে গার্ডিওলা বলেন, ‘গত মৌসুমেও শিরোপা জয়ের দৌড়ে ছিল তারা। এবার যে চ্যাম্পিয়ন হবে না টটেনহ্যাম তা বলা যাবে না। তাদের দলে একই ট্রেনার রয়েছে তাছাড়া নতুন খেলোয়াড়ও কিনেছে ক্লাবটি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আমার দল আরও ভাল হবে। প্রিমিয়ার লীগে অনেক দল আছে যারা শিরোপা জয়ের যোগ্যতা রাখে এবং টটেনহ্যাম তাদেরই একটি। তারা দল হিসেবে অনেক ভাল। তাই এমনটা কখনও কখনও হতেই পারে। আমরা এমন একটা দলের বিপক্ষে খেলেছি যারা গত দুই থেকে তিন বছর একত্রে খেলছে। যারা গত মৌসুমের শেষ পর্যন্তই শিরোপা জয়ের জন্য যুদ্ধ করেছে।’ চলতি মৌসুমে অপরাজিত দল হিসেবেই রবিবার একে অন্যের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার। এদিন সিটি হার মানায় এখন পর্যন্ত অপরাজিত দল হিসেবে তকমাটা গায়ে মাখিয়ে রাখলো মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা! তাই পেপ গার্ডিওলা অভিনন্দন জানাতে মোটেই ভুল করলেন না। এ প্রসঙ্গে সাবেক বেয়ার্ন মিউনিখ ও বার্সিলোনার সফল কোচ বলেন, ‘হোম কিংবা এ্যাওয়ে ম্যাচে তারা যে কেমন আক্রমণাত্মক তা আগে থেকেই জানতাম। বিশেষ করে নিজেদের মাঠে তো তারা দুর্বার। তারা আজ আমাদের চেয়ে একধাপ এগিয়ে ছিল। তাই আমরা শুধু বলতে পারি অভিনন্দন টটেনহ্যাম। কারণ প্রতিপক্ষ দল যখন ভাল খেলে তা মেনে নিতে হবে এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে।’ প্রিমিয়ার লীগে উড়তে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ জয়ে রোমাঞ্চ ছুঁয়ে গেছে স্পার্শদের কোচ মাউরিসিও পচেত্তিনোর হৃদয়কেও। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে পচেত্তিনো জানালেন, শিষ্যদের পারফর্মেন্সে তিনি গর্বিত, ‘প্রায় পরিপূর্ণ পারফর্মেন্স উপহার দিয়েছে তারা। ম্যানসিটির মতো দলের বিপক্ষে ভাল খেলতে পারাটা কোচ হিসেবেও দারুণ কাজ। সেক্ষেত্রে খেলোয়াড়দের পারফর্মেন্সে আমি গর্বিত।’ প্রশ্ন উঠেছিল তাদের লক্ষ্য নিয়েও। সেক্ষেত্রে কৌশলগত পথ বেছে নেন টটেনহ্যাম হটস্পারের কোচ। পচেত্তিনো বলেন, ‘মৌসুমের কেবলই তো শুরু। তাই এখনই লক্ষ্য বলাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তবে ধারাবাহিক পারফর্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি এমন খেলতে পারি তাহলে পুরো মৌসুম কেন ধারাবাহিকতা ধরে রাখতে পারবো না?’ ঠিক এমন প্রশ্নই ছুড়ে দিলেন এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা স্পার্শদের কোচ! এদিকে রবিবার দিনের প্রথম ম্যাচে স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা স্টোক সিটির বিপক্ষে এমন ড্রয়ে হতাশ রেড ডেভিলদের অভিজ্ঞ কোচ জোশে মরিনহো। ম্যাচ শেষে সাবেক রিয়াল মাদ্রিদের এই কোচ বলেন, ‘মৌসুমের সবচেয়ে সেরা পারফর্মেন্স। প্রিমিয়ার লীগের অনেক বড় একটা ফলাফল হতে পারতো। ব্যবধানটা ৫-০ কিংবা ৬-০ হতে পারতো। ম্যাচে আমাদের অনেক সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগগুলোকে কাজে না লাগিয়ে অনেক বড় ভুল হয়েছে। খেলোয়াড়রা এবং আমি সবকিছুই করেছি। আমি পরিবর্তন করেছি এবং দলের প্রত্যেকেই অনেক বেশি সাড়াও দিচ্ছিল। কিন্তু আজ এখানে শুধু জয়ের দেখাটাই পেলাম না আমরা।’ প্রিমিয়ার লীগে চলতি মৌসুমের ৭ ম্যাচ থেকে ৪টিতে জয় পেয়েছে ম্যানইউ। আর ১ ড্র ও ২ হারে ১৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে রুনি-ইব্রাহিমোভিচরা। যেখানে শীর্ষে থাকা পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটির দখলে ১৮।
×