ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধীরে হলেও চীনের সঙ্গে সামরিক সম্পর্ক গড়ে তুলছে ভারত

প্রকাশিত: ০৫:০৫, ১২ অক্টোবর ২০১৬

ধীরে হলেও চীনের সঙ্গে সামরিক সম্পর্ক গড়ে তুলছে ভারত

ভারত ধীরে ধীরে হলেও পরিকল্পনামাফিক চীনের সঙ্গে সামরিক সম্পর্ক গড়ে তুলতে তৎপর। পশ্চিম প্রান্তে চীনের সব সময়ের বন্ধু পাকিস্তানের সঙ্গে বিরোধ তুঙ্গে থাকলেও পূর্বপ্রান্তে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হাত বাড়াচ্ছে ভারত। তবে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত পুরোপুরি বন্ধ করতে দেশটির পদক্ষেপকে ‘খুব অযৌক্তিক সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন চীনের বৈদেশিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ। তার মতে, এতে ভারত-চীন-পাকিস্তান সম্পর্ক আরও জটিল হয়ে উঠবে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারত ও চীন এ বছরের শুরুতে বিরোধপূর্ণ ৪ হাজার ৫৭ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর লাদাখ ও সিকিমে প্রথমবারের মতো যৌথ কৌশলগত সামরিক মহড়া চালায়। এখন তারা মহারাষ্ট্রে পুনের কাছে আগামী ১৫ থেকে ২৭ নবেম্বর পর্যন্ত ‘হ্যান্ড-ইন-হ্যান্ড’ নামের আরও একটি বার্ষিক সামরিক মহড়া চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। সূত্র জানায়, এটি ভারত ও চীনের ষষ্ঠ ‘হ্যান্ড-ইন-হ্যান্ড’ মহড়া। এই মহড়ায় ভারতের মহারাষ্ট্র লাইট ইনফ্যান্ট্রি ফোর্সের জওয়ান ও চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) তিব্বত মিলিটারি কমান্ডের ১৭০ জনের বেশি সৈন্য অংশগ্রহণ করবেন। পিএলএ সৈন্যরা মহারাষ্ট্র লাইট ইনফ্যান্ট্রি ফোর্সের জওয়ানদের সঙ্গে সন্ত্রাস দমন মহড়া চালাবেন। একদিকে চীন জিজিয়াংয়ে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের প্রভাব বিস্তারের মতো কঠিন সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। অন্যদিকে ভারত পাকিস্তানের উস্কে দেয়া আন্তঃসীমান্ত জঙ্গী কর্মকা- মোকাবেলা করছে। ফলে এই মহড়ায় ‘ট্রান্স ন্যাশনাল সন্ত্রাস’ এর বিষয়টিও গুরুত্ব পাবে। চীন দক্ষিণ এশিয়ায় ভারতকে একঘরে করে রাখতে দীর্ঘদিন ধরে পাকিস্তানকে ব্যবহার করে আসছে। এলএসি বরাবর চীনের সামরিক অবকাঠামোর ব্যাপক উন্নয়ন এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পিএলএর প্রভাব বিস্তার নিয়ে উদ্বিগ্ন ভারত। আরও উদ্বেগের বিষয় হচ্ছে, পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তিও রোধ করেছে চীন। এছাড়া জাতিসংঘের মাধ্যমে জয়শ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে সন্ত্রাসী আখ্যায়িত করার দাবিও রুখে দিয়েছে দেশটি। এত বিপত্তি সত্ত্বেও মহড়া বৃদ্ধি, শীর্ষ পর্যায়ের সফর, হটলাইনের মাধ্যমে ভারত চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে। এলওসিতে প্রায় প্রতিদিন গুলিবিনিময়ের ঘটনা ঘটলেও এলএসিতে কয়েক দশক ধরে একটি বারের জন্যও এ ধরনের ঘটনা ঘটেনি। এদিকে ইন্টারন্যাশনাল রিলেশন্স অব সাংহাই এর রিসার্চ ফেলো হু জিয়ংয়ের বরাত দিয়ে গ্লোবাল টাইমস পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়ার বিষয়ে বলেছে, উরিতে হামলার ঘটনায় কোন পূর্ণাঙ্গ তদন্ত না করে এবং এতে পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ না দেখিয়ে ভারত খুব অযৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছে। হু বলেন, পাকিস্তান সবসময়ের জন্য চীনের কৌশলগত অংশীদার হওয়ায় ভারতের সিদ্ধান্ত চীন-পাকিস্তান-ভারত সম্পর্ক আরও জটিল করে তুলবে।
×