ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রহ্মপুত্রের শাখায় বাঁধ, ভারতের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে না

প্রকাশিত: ০৫:৩৫, ১০ অক্টোবর ২০১৬

ব্রহ্মপুত্রের শাখায় বাঁধ, ভারতের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে না

ব্রহ্মপুত্র নদের একটি শাখায় বাঁধ নির্মাণের পদক্ষেপ নিয়ে ভারতের উদ্বেগ কমাতে চাইছে চীন। দেশটি প্রকল্প যাচাই করে রবিবার ভারতকে বলেছে, বাঁধ নির্মাণ করা হলে ভাটি অঞ্চলে কোন ক্ষতিকর প্রভাব পড়বে না। ব্রহ্মপুত্রের শাখা শিয়াবুকু নদীতে হবে লালহো নামের এই বাঁধ প্রকল্প। চীনে স্থানীয়ভাবে ব্রহ্মপুত্রকে ইয়ারলুং জাংবু বলা হয়। তিব্বতে খাদ্য নিরাপত্তা রক্ষা ও বন্যা মোকাবেলায় লালহো বাঁধ প্রকল্পকে গুরুত্বপূর্ণ জীবিকা প্রকল্প অভিহিত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শাখা নদীটি পুরোপুরি চীনের ভূখ-ে অবস্থিত। বাঁধ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক লিখিত জবাবে পিটিআইকে বলে, এই প্রকল্পের পানি ধারণ সক্ষমতা ব্রহ্মপুত্রের গড় বার্ষিক পানিপ্রবাহের ০ দশমিক ০২ শতাংশের চেয়ে কম। এটি ভাটিতে পানি প্রবাহে কোন ক্ষতিকর প্রভাব ফেলবে না। ব্রহ্মপুত্র তিব্বত থেকে প্রবাহিত হয়ে অরুনাচল প্রদেশ, অসম হয়ে পরে বাংলাদেশে পড়েছে। গত ১ অক্টোবর চীন তিব্বতে শিয়াবুকু নদীতে বাঁধ দেয়ার ঘোষণা দেয়। তারা জানায়, এটি তাদের সবচেয়ে ব্যয়বহুল বাঁধ প্রকল্প। যাতে ব্যয় হবে ৭৪ কোটি মার্কিন ডলার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন আন্তঃসীমান্ত নদীর বিষয়ে এক্সপার্ট লেভেল মেকানিজমের (ইএলএম) মাধ্যমে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছিলেন, ‘আমরা চীনা কর্তৃপক্ষকে অবহিত করেছিলাম যে, এসব নদীতে চীন যখন কোন প্রকল্প গ্রহণ করছে তখন ভাটি অঞ্চলের দেশের স্বার্থের কথা মনে রাখতে হবে।’ Ñপিটিআই
×