ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগ

তৃতীয় রাউন্ডের প্রথমদিনে কাপালির শতক

প্রকাশিত: ০৬:২৩, ৯ অক্টোবর ২০১৬

তৃতীয় রাউন্ডের প্রথমদিনে কাপালির শতক

স্পোর্টস রিপোর্টার ॥ ১৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ড শুরু হয়েছে শনিবার। টানা দুই রাউন্ডে বৃষ্টির কারণে খেলা না হওয়ায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে সরিয়ে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা নেয়া হয়েছে তৃতীয় রাউন্ডে। সেখানে দুই মাঠে প্রথম স্তরে মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ এবং ঢাকা মেট্রোপলিস ও খুলনা বিভাগ। দ্বিতীয় স্তরে বিকেএসপির তিন নম্বর মাঠে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগ মুখোমুখি হয়েছে। প্রথমদিনে সিলেটের হয়ে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন অলক কাপালি। প্রথম স্তর ॥ দুই ঢাকার নিয়ন্ত্রণে প্রথমদিনÑ কক্সবাজারের একাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে প্রথমদিনটা দারুণভাবে শেষ করেছে ঢাকা বিভাগ। উদ্বোধনী জুটিতে আব্দুল মজিদ ও রনি তালুকদারের জোড়া অর্ধশতকে ১৭৬ রানের দুর্দান্ত সূচনায় ঢাকা ৫ উইকেটে ২৮৩ রান নিয়ে শেষ করেছে। মজিদ ১৪৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৯৬ এবং রনি ১১০ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮৪ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলেন। তবে মনির হোসেনের দারুণ বোলিংয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় বরিশাল। মনির ৮০ রানে ৪ উইকেট নেন। মূল মাঠে অবশ্য বৃষ্টির দাপট ছিল। এর মধ্যে প্রথমদিন শেষে খুলনা ৫ উইকেটে তুলেছে ১৫৬ রান। মেট্রো বোলারদের দাপটে ৬৭ রানে ৫ উইকেট হারানোর পর নূরুল হাসান সোহানের ৬৬ বলে অপরাজিত ৫৪ ও জিয়াউর রহমানের অপরাজিত ৩৯ রানে বিপর্যয় কাটায় খুলনা। সৈকত আলী ও শহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন। দ্বিতীয় স্তর ॥ ফতুল্লায় দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কাপালি। ১৯৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ১০৫ রানে অপরাজিত। রাজিন সালেহ ৫১ রান করে সাজঘরে ফিরে গেছেন। প্রথমদিন শেষে চট্টগ্রামের বিরুদ্ধে ৫ উইকেটে ২৮১ রান তুলেছে সিলেট। ইফতেখার সাজ্জাদ ২ উইকেট নিয়েছেন। অপর ম্যাচে বৈরী আবহাওয়ায় খেলা বন্ধ হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত রংপুর সুবিধা করতে পারেনি। ৬ উইকেটে ১৭২ রান নিয়ে দিন শেষ করেছে তারা। তানভীর সর্বোচ্চ ৫৩ ও আরিফুল ৩৯ রান করে ফিরে গেলেও ৪৬ রান নিয়ে ব্যাট করছেন সোহরাওয়ার্দী শুভ। ৪৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রাজশাহীর পেসার ফরহাদ রেজা।
×