ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৌদিকে শিশু মৃত্যুদণ্ড বাতিলের আহ্বান জাতিসংঘের

প্রকাশিত: ০৫:৫৫, ৯ অক্টোবর ২০১৬

সৌদিকে শিশু মৃত্যুদণ্ড বাতিলের আহ্বান জাতিসংঘের

সৌদি আরবে শিশুদের মৃত্যুদণ্ডাদেশ ও শাস্তি অনুমোদন করে এমন আইন বাতিলের জন্য শুক্রবার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থার বিশেজ্ঞরা। শিশুদের শাস্তির মধ্যে আরও রয়েছে পাথর ছোড়া, অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলা এবং লাঠি বা চাবুক দিয়ে আঘাত। খবর এএফপির। ধনী উপসাগরীয় দেশটিতে শিশুদের দুর্দশার চিত্র সম্প্রতি উঠে এসেছে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থার এক কমিটির প্রতিবেদনে। যেখানে উল্লেখ করা হয়, সৌদি শিশুদের প্রাপ্তবয়স্ক হিসেবে শাস্তির অনুমোদন দেয়। এমনকি নিষ্ঠুরভাবে শারীরিক আঘাত ও মৃত্যুদ-ও দেয়া হয় শিশুদের। মেয়েদের বিরুদ্ধে সুশৃঙ্খল বৈষম্যেরও সমালোচনা করেছে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা। এখানে তাদের পূর্ণ নাগরিক হিসেবে বিবেচনা করা হয় না। প্রতিবেদনে কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, ১৫ বছরের উর্ধে শিশুদের প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করে মৃত্যুদ- অব্যাহত রেখেছে সৌদি। তারা ১৮ বছরের কম বয়সে অপরাধ করলেও শাস্তির ক্ষেত্রে তাদের প্রাপ্তবয়স্ক হিসেবেই গণ্য করা হয়। এই কমিটি গঠিত হয়েছে ১৮ জন স্বাধীন বিশেষজ্ঞ নিয়ে। জাতিসংঘের শিশু অধিকার আইন বাস্তবায়নের দিকটি দেখভাল করেন এই বিশেষজ্ঞরা। কমিটির প্রতিবেদনে তথ্য বেরিয়ে এসেছে, সৌদিতে শিশুদের মৃত্যুদ- দেয়া হয়েছে। কমিটি বলেছে, এ বছর ২ জানুয়ারি সৌদিতে ৪৭ জনের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে চারজন শিশু। আর যখন তাদের মৃত্যুদ- দেয়া হয় তখন তাদের বয়স ১৮ বছরের কম। কমিটি দাবি জানিয়েছে, সৌদি এখনই শিশু মৃত্যুদ- বন্ধ করুক। বিশেষ করে এ মুহূর্তে যারা মৃত্যুদ-ের তালিকায় রয়েছে।
×