ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষমা প্রার্থনা রিপাবলিকান প্রার্থীর

নারী নিয়ে ট্রাম্পের অশ্লীল মন্তব্য ॥ ভিডিও টেপ ফাঁস

প্রকাশিত: ০৫:৫৩, ৯ অক্টোবর ২০১৬

নারী নিয়ে ট্রাম্পের অশ্লীল মন্তব্য ॥ ভিডিও টেপ ফাঁস

নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করা একটি ভিডিও টেপ ফাঁস হওয়ার ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন রিপাবলিকান পার্টি ও শীর্ষ নেতারা। ওই টেপে ট্রাম্প বলেছেন, তারকা হলে পুরুষ নারীদের নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে। শুধু তাই নয়, তিনি সগর্বে এক বিবাহিত নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টার বর্ণনা দিয়েছেন। সুন্দরী নারী দেখলেই তিনি চুমু খাওয়ার চেষ্টা করেন বলেও জানিয়েছেন। খবর বিবিসি ও ওয়েবসাইটের। নারীদের নিয়ে এমন বেফাঁস মন্তব্য সম্বলিত ওই ভিডিও শুক্রবার প্রচার করেছে ওয়াশিংটন পোস্ট। এই ভিডিওটেপটি প্রকাশিত হবার পর ফেসবুকে একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেছেন ট্রাম্প। যেখানে তিনি ক্ষমা চেয়ে বলেছেন, আমি এটা বলেছি, এ জন্য আমি ক্ষমা চাইছি। আমি অঙ্গীকার করছি আমি একজন ভাল মানুষ হয়ে উঠবে। অধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু থেকে মানুষের মনোযোগ সরানোর জন্য এটা করা হয়েছে। তিনি দাবি করেন, বিল ক্লিনটন এর চেয়েও অশ্লীল কথা বলেন। ভোটের ঠিক এক মাস আগে এই টেপ ফাঁস রিপাবলিকান প্রার্থীকে বড় ধরনের সঙ্কটে ফেলল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ২০০৫ ‘এ্যাকসেস হলিউড’ নামের এক অনুষ্ঠানের জন্য এনবিসি টিভির উপস্থাপক বিলি বুশের সঙ্গে এক ভিডিওতে ট্রাম্পকে কথা বলতে দেখা গেছে। সেখানে ট্রাম্পকে বলতে শোনা যায়, তুমি যদি তারকা হও, তবে মেয়েদের নিয়ে যা কিছু করতে পার। এক বিবাহিত নারীর বিষয়ে ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। সে বিবাহিত ছিল। এরপর ট্রাম্প ওই নারীর সঙ্গে কীভাবে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন, এ নিয়ে আরও কিছু আপত্তিকর বর্ণনা দেন। তিনি বলেন, সুন্দর নারী দেখলেই তিনি আকৃষ্ট হন। অপেক্ষা না করে তাদের চুম্বনের চেষ্টা করেন। এ ধরনের মন্তব্যের জন্য রিপাবলিকান পার্টির সিনিয়র নেতারা ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ান বলেছেন, তিনি শনিবার ট্রাম্পের সঙ্গে উইসকনসিনের নির্বাচনী সমাবেশে আর যাচ্ছেন না। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেল বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অসমীচীন এবং তার উচিত সরাসরি গিয়ে মহিলা, তরুণী, কিশোরী সবার কাছে ক্ষমা চাওয়া। রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রেইন্স প্রেইবাস বলেন, এখানে যেভাবে বলা হচ্ছিল, কোন নারীকে নিয়ে এভাবে বলা যায় না, কখনও না।
×