ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার অর্থের বিনিময়ে দেয়া ভাষণ ফাঁস উইকিলিকসের

আবারও সমস্যায় হিলারি

প্রকাশিত: ০৫:৫৩, ৯ অক্টোবর ২০১৬

আবারও সমস্যায় হিলারি

হিলারি ক্লিনটন অর্থের বিনিময়ে রুদ্ধদ্বার বৈঠকে ওয়াল স্ট্রীটের ফার্মগুলোর উদ্দেশে যেসব মন্তব্য করেছিলেন, সেগুলো প্রকাশ পাবে এবং তার রাজনৈতিক বিরোধীরা সেগুলো তার বিরুদ্ধে কাজে লাগাবেন। তার প্রচার শিবির এটা ভেবে উদ্বিগ্ন ছিল বলে হ্যাক করা ই-মেইলগুলোতে দেখা যায়। খবর ওয়াল স্ট্রীট জার্নাল ও নিউইয়র্ক পোস্টের। তার ভাষণগুলোর উদ্ধৃতিতে দেখা যায় যে, মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি অবাধ বাণিজ্যের প্রবক্তা হিসেবে নিজেকে প্রচার করছিলেন। ক্যাম্পেন চেয়ারম্যান জন পভেস্টারের কাছে পাঠানো ই-মেইলগুলোতে ঐসব ভাষণ বিবৃত রয়েছে এবং শুক্রবার উইকিলিকস ই-মেইলগুলো ফাঁস করে। উইকিলিকস দাবি করে যে, সেগুলো হিলারির প্রচার শিবিরের মধ্যে বিনিময় করা ই-মেইল এবং এতে হিলারি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় আসার আগে সাম্প্রতিক বছরগুলোতে অর্থের বিনিময়ে দেয়া ভাষণগুলোর উদ্ধৃতি রয়েছে। হিলারির প্রচার শিবিরের একজন মুখপাত্র দলিলগুলো সত্য কিনা তা যাচাই করে বলতে অস্বীকৃতি জানান। ই-মেইলগুলোতে দেখা যায়, হিলারি তার প্রচার অভিযানে অবাধ বাণিজ্য যতখানি সমর্থন করেন, তিনি ঘরোয়াভাবে অবাধ বাণিজ্য ও ব্যাংকগুলোর প্রতি তার চেয়ে বেশি অনুকƒূল মনোভাব গ্রহণ করেন। সেগুলো থেকে এটাও বোঝা যায়, ইলেকট্রনিক যন্ত্রপাতির নিরাপত্তা নিয়ে সৃষ্ট উদ্বেগ সম্পর্কে তিনি সচেতন ছিলেন। এটিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এ সমালোচনা উঠতে পারে যে, যখন তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তিনি জাতীয় গোপনীয় বিষয় সম্পর্কে অমনোযোগী ছিলেন। হিলারি ২০১৩ সালে এক ব্রাজিলীয় ব্যাংকের উদ্দেশে বলেন, আমার স্বপ্ন হলো এক গোলার্ধভিত্তিক অভিন্ন বাজারÑ সেই সঙ্গে অবাধ বাণিজ্য ও অবাধ সীমান্ত। তিনি বলেন, আমাদেরকে সংরক্ষণবাদ এবং বাজারে প্রবেশাধিকার ও বাণিজ্যের পথে বিদ্যমান অন্যান্য বাধা প্রতিহত করতে হবে। প্রার্থী হিলারি ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপের বিরোধিতা করছেন, যদিও তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে একে সমর্থন করেছিলেন। হিলারির প্রচার শিবিরের গবেষণা পরিচালক টনি কার্ক ভাষণগুলো আদৌ প্রকাশ পেলে এগুলোর রাজনৈতিক প্রভাব নিয়ে এতই উদ্বিগ্ন ছিলেন যে, তিনি পভেস্টার কাছে কয়েকটি সম্ভাব্য ক্ষতিকর হেডলাইন পাঠান। তিনি ২০১৬-এর জানুয়ারিতে পাঠানো এক ই-মেইলে সতর্ক করে দেন, (হিলারি) ক্লিনটন স্বীকার করছেন, তিনি বর্তমান ঘটনাপ্রবাহ অবহিত নন। ক্লিনটন বলছেন আপনাদের সরকারী নীতি সম্পর্কে এক গোপন ও এক প্রকাশ্য অবস্থান থাকা উচিত এবং ক্লিনটনের মন্তব্য বাণিজ্যমুখী। হিলারিকে প্রতি ভাষণের জন্য ২ লাখ ২৫ হাজার ডলার দেয়া হয় এবং এভাবে তিনি আর্থিক ফার্মগুলোর কাছ থেকে ৩০ লাখ ডলারেরও বেশি উপার্জন করেন। ঐসব ই-মেইল ফাঁস করে উইকিলিকস চলতি বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সর্বশেষবারের মতো নিজেকে জড়িত করল। একই দিন মার্কিন গোয়েন্দারা ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি ও অন্যান্য সংস্থার কাছ থেকে হ্যাক করা ই-মেইল উদ্দেশ্যমূলকভাবে ফাঁস করে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার দায়ে রুশ সরকারকে অভিযুক্ত করেন। গোয়েন্দাদের অভিযোগ, রুশ সরকারের সিনিয়র কর্মকর্তারা হ্যাকিং পরিচালনা করছেন। উইকিলিকসের পদ্ধতি আর রুশ নির্দেশিত পদ্দতি একই ধরনের বলেও গোয়েন্দারা মন্তব্য করেন। হিলারির মুখপাত্র গ্লেন ক্যাপলিন এক বিবৃতিতে বলেন, ক্রেমলিন যে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতে এবং ডোনাল্ড ট্রাম্পের সুবিধার্থে উইকিলিকসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, আজ সকালে মার্কিন সরকার সেই ব্যাপারে সব যুক্তিসঙ্গত সন্দেহ দূর করেছে। মুখপাত্র বলেন, আমরা (উইকিলিকসের প্রতিষ্ঠাতা) জুলিয়ান এ্যাসাঞ্জের প্রকাশিত চুরি করা দলিলপত্রের সত্যতা নিশ্চিত করতে যাচ্ছি না। এ্যাসাঞ্জ হিলারি ক্লিনটনের ক্ষতি করার অভিপ্রায় গোপন করেননি। হিলারি তার প্রচার অভিযানে আর্থিক ফার্মগুলোর প্রতি যতখানি বন্ধুত্বপূর্ণ মনোভাব গ্রহণ করেন, তিনি অর্থের বিনিময়ে ভাষণ দেয়ার সময় সেগুলোর প্রতি আরও বেশি অনুকূল মনোভাব গ্রহণ করেন বলে উদ্ধৃতিগুলোতে দেখা যায়। ২০১৩ সালে গোল্ডম্যান সাকসের এক অনুষ্ঠানে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যারা সফল ও/বা জটিল জীবন যাপন করেছেন, তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব দেখানো হয়। গোল্ডম্যানের আরেক অনুষ্ঠানে তিনি বলেন, আপনারা সবচেয়ে স্মার্ট ব্যক্তি। নির্বাচনী প্রচার অভিযানে হিলারি এমন কতক প্রস্তাব পেশ করেন, যেগুলোর লক্ষ্য হলো ওয়াল স্ট্রীটের কিছু কিছু ঝুঁকি নেয়ার ওপর বাধানিষেধ আরোপ করা এবং অসদাচরণের জন্য আরও বেশিসংখ্যক ব্যক্তিকে জবাবদিহিতে বাধ্য করা। আরেক উদ্ধৃতিতে দেখা যায়, তিনি বলেন, রাজনীতিতে এক প্রকাশ্য ও এক গোপন অবস্থান থাকার প্রয়োজন রয়েছে। কারণ ‘গোপন আলোচনা’ লোকজনকে কিছুটা বিচলিত করে তোলে। তিনি ২০১৩ সালের ঐ ভাষণে বলেন, রাজনৈতিক সাফল্যের জন্য প্রয়োজনীয় প্রকাশ্য ও গোপন প্রচেষ্টার মধ্যে সামঞ্জস্য আনার উপায় আপনাদের উদ্ভাবন করতে হবে। ন্যাশনাল মাল্টিহাউজিং কাউন্সিল এ ভাষণের অর্থ যুগিয়েছিল।
×