ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জট খুলছে

প্রকাশিত: ০৭:০৭, ৭ অক্টোবর ২০১৬

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জট খুলছে

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জট খুলছে। আগামী রবিবার প্রকাশ করা হবে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে নির্বাচিত শিক্ষকদের তালিকা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই দিন বিকেল তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রস্তুত করা প্রায় ১৫ হাজার শিক্ষকের তালিকা প্রকাশ করবেন। তালিকা প্রকাশ হলে নিয়োগ প্রক্রিয়ায় এবারই প্রথম প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পরিবর্তে এনটিআরসিএ নিয়োগ দেবে। জানা গেছে, বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও সমপর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্যপদে ১৫ হাজার শিক্ষকের চাহিদা পেয়েছিল এনটিআরসিএ। এসব আবেদন যাচাই-বাছাই করে এনটিআরসিএ শূন্যপদের বিপরীতে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের কোন ধরনের সংশ্লিতা থাকবে না। সাড়ে ৩ লাখ জেলেকে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দেবে সরকার ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বিশেষ প্রতিনিধি ॥ প্রজনন মৌসুমে এবার ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময় দেশের তিন লাখ ৫৬ হাজার ৭২৩ জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দেবে সরকার। ইলিশ আহরণে বিরত থাকায় ১৪ জেলার ৭৬ উপজেলার এ সব জেলেকে ২০ কেজি করে চাল দেয়া হবে বলে বুধবার এক চিঠিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। ইলিশ রক্ষায় এবার প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে ২ নবেম্বর পর্যন্ত মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। সরকারের সিদ্ধান্ত মেনে এ সময়ে মা ইলিশ আহরণে বিরত থাকায় চাঁদপুরের ৩৬ হাজার ৫৭৫, লক্ষ্মীপুরের ৩৭ হাজার ৩২৬ এবং ফেনীর ৫০০ জেলে এই চাল পাবেন। উন্নতমানের ট্রান্সলেশন টুল সার্চ জায়ান্ট গুগল গত সপ্তাহে একটি উন্নতমানের ট্রান্সলেশন টুল চালু করেছে। এর ফলে ব্যবহারকারীরা এখন উন্নতমানের অনুবাদ সেবা পাবেন। বিশেষ করে ইংরেজী থেকে স্প্যানিশ, ফ্রেঞ্চ ও চায়নিজ ভাষাগুলোতে সেবাটি পাওয়া যাবে। এ কাজে গুগল ব্যবহার করছে গুগল নিউরাল মেশিন ট্রান্সলেশন সিস্টেম (জিএনএমটি) নামের একটি পদ্ধতি। -নিউজিল্যান্ড হেরাল্ড রাজ্যসভায় রুপা গাঙ্গুলী রাজ্যসভায় নভোজিৎ সিধুর ছেড়ে দেয়া আসনের জন্য ভারতের শাসক দল বিজেপি অভিনেত্রী রুপা গাঙ্গুলীকে মনোনয়ন দিয়েছে। মহাভারতে অভিনয়ের জন্য বিখ্যাত রুপা গত বছর বিজেপিতে যোগ দেন। প্রণব মুখার্জী রাষ্ট্রপতি হওয়ার পর পশ্চিমবঙ্গে তার ছেড়ে দেয়া আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করে সফল হননি রুপা। -টাইমস অব ইন্ডিয়া
×