ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডকে হারাতে আশাবাদী সাব্বির

প্রকাশিত: ০৫:০৮, ৬ অক্টোবর ২০১৬

ইংল্যান্ডকে হারাতে আশাবাদী সাব্বির

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডেতে প্রথমবারের মতো তিন নম্বরে ব্যাট করতে নেমেই সাফল্য পেয়েছেন সাব্বির রহমান রুম্মন। ৬৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। টি২০তে নিয়মিত তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে সফল হওয়া এ ব্যাটসম্যান আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিন নম্বরে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। ইংল্যান্ডের বিপক্ষেও সেই অবস্থানেই খেলার সম্ভাবনা রয়েছে। তবে যে যেই পজিশনেই খেলুক না কেন, সবার আশা একটাই। সবাই চায় সিরিজ জয়। সেই কথাটি শুনতেই চায় সবাই। মাঠের লড়াইয়ে জয়ও দেখতে চায়। সাব্বিরও সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। বুধবার সাব্বির বলেন, ‘বিশ্বকাপে ওদের আমরা হারিয়েছি। এর আত্মবিশ্বাস আমাদের মধ্যে অবশ্যই আছে। প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা ভাল খেলি, ইনশাল্লাহ সিরিজ জিততে পারব।’ এ সিরিজ জেতার জন্য আত্মবিশ্বাস পেয়ে গেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিতেছে। প্রথম দুই ম্যাচে ভুগলেও, তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। সেই ভাল খেলা থেকেই আত্মবিশ্বাস মিলেছে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং করেছেন। ইমরুল কায়েসতো ১২১ রানের জ্বলজ্বলে ইনিংস উপহার দিয়েছেন। মুশফিকুর রহীম টানা ১৯ ম্যাচ পর কোন আন্তর্জাতিক দলের বিপক্ষে অর্ধশতক পেয়েছেন। আর নাসির হোসেনও ৪৬ রানের ঝলকানি ব্যাটিং উপহার দিয়েছেন। প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের চার ব্যাটসম্যান খেলেন। ৭ রান করা সৌম্য সরকার ছাড়া সবাই ভাল করেছেন। আর বল হাতে ইংল্যান্ডকে ভোগাতে না পারলেও ব্যাটিং ঝলক যে মিলেছে, সেটিই আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। বোলিংয়ে অবশ্য খুব ভাল করার কথাও না। জাতীয় দল থেকে শুধু আল আমিন হোসেনই ছিলেন। তিনি ভাল করতে পারেননি। তবে ম্যাচটিতে প্রসিদ্ধ কোন স্পিনার ছিল না। হয়তো মূল ম্যাচে ইংল্যান্ড ব্যাটসম্যানকে ভোগাতেই এমন করা হয়েছে। বিশেষ করে স্পিনার প্রস্তুতি ম্যাচে বল করেননি। মূল ম্যাচে সাকিব আল হাসান, মোশাররফ হোসেন রুবেল থাকবেন। ইংলিশ ব্যাটসম্যানরা নিশ্চয়ই ভুগবেন। আর তাতে বাংলাদেশের জয়ও ধরা দিতে পারে। সাব্বির সেরকমটিই মনে করছেন। বাংলাদেশ দলের ক্রিকেটাররা বুধবার অনুশীলন করেন। সাব্বিরও ব্যাটিং অনুশীলন ভালভাবে করে নিয়েছেন। এরপর বলেন, ‘ইংল্যান্ড অনেক ভাল দল। তিন শ’ রান চেজ করা এতো সহজ না। তারপরও তারা চেজ করে জিতেছে। ওরা অনেক ভাল ব্যাটসম্যান। অনেক অভিজ্ঞতা আছে। প্রস্তুতি ম্যাচে আমাদের অনেক মূল বোলার বল করেনি। মূল ম্যাচে এটা ভিন্ন হতে পারে।’ সঙ্গে যোগ করেন, ‘যে যখন হোমে খেলছে, সে হচ্ছে বাঘ। আমরা হোমে খেলছি, তারা এখানে আসছে। আগে তারা কি করেছে ওইগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আমরা ভাল ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করতে পারছি কিনা।’ নিজের তিন নম্বর পজিশনটি নিয়ে সাব্বির জানান, ‘গত ম্যাচে কোচ (চন্দিকা হাতুরাসিংহে) আমাকে তিন নম্বরে খেলার কথা বলেছেন। আমি হ্যাঁ বলেছি। গত কিছুদিন ধরেই আমি তিন নম্বরে ব্যাটিং করেছি। এমনকি প্রিমিয়ার লীগেও নাম্বার তিনে ব্যাটিং করেছি। ওখানে আমি মানিয়ে নিয়েছি। এজন্যই কোচ আমাকে তিনে পাঠিয়েছে। টিম যেখানে চাইবে, সেখানেই আমি খেলতে প্রস্তুত।’ এখন বাংলাদেশ দলের মূল ফোকাস যে ইংল্যান্ডের বিপক্ষে খেলা নিয়ে; সেটিও জানালেন সাব্বির, ‘আমরা অনেকদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। প্রস্তুতি পর্বটা শেষ। অনেকদিন পর অনেক ভাল দলের সঙ্গে খেলব। আফগানিস্তানের বিপক্ষে আমরা কি করেছি, না করেছি; সেটা ভাবছি না। আমাদের মূল ফোকাস ইংল্যান্ড সিরিজটা।’ আবার ইংল্যান্ড দলটাকে নিয়ে না ভেবে নিজেদের নিয়েও ভাবতে চান সাব্বির। নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান আসেননি। ওপেনার এ্যালেক্স হেলসও আসেননি। তাতে বাংলাদেশ দলের সুবিধাই হওয়ার কথা। কিন্তু সাব্বির জানিয়েছেন, ‘আসলে এমন কোন সুবিধা আমরা খুঁজে পাই নাই। বাংলাদেশ টানা ৬টি সিরিজ জিতেছে। পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দলকে আমরা হারিয়েছি। ইংল্যান্ডের হয়ে কে আসল, আর কে আসল না; সেটা নিয়ে আমাদের কোন ভাবনা নেই। আমরা শুধু ভাবছি আমরা ইংল্যান্ডের বিপেক্ষ খেলব।’ ইংল্যান্ড দলটিকে নিয়ে অবশ্য অসুবিধাও আছে। দলটি বড় স্কোর তাড়া করতেই যেন স্বাচ্ছন্দ্যবোধ করে। বাংলাদেশও তা করতে পারবে বলেই বিশ্বাস সাব্বিরের, ‘হোমে খেলা যেহেতু, হোম সুবিধা থাকবে আমাদের। উইকেট খুব ভাল থাকবে। ওরা যদি ৩০০-৩৫০ রান করে। আমরা চেজ করতে পারব। এই দক্ষতা আমাদের আছে।’ স্পিন আক্রমণেও সফল হওয়ার দিকেই নজর সাব্বিরের, ‘এখন ইংল্যান্ড দলে অনেক ভাল ব্যাটসম্যান আছে। তাদের অনেকেই বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি২০) ও ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার লীগ) খেলে গেছে। তারা জানে স্পিন বল কিভাবে খেলতে হয়। যদি আমরা স্পিন আক্রমণে সফল হতে পারি, আশা করছি অতোটা কঠিন হবে না।’ বাংলাদেশের স্পিন যেমন শক্তিশালী। ইংল্যান্ড দলেও অফ স্পিনার মঈন আলী ও লেগ স্পিনার আদিল রশিদ আছেন। যারা যে কোন দলের ব্যাটসম্যানদের বিপক্ষেই বিপজ্জনক। তবে লেগ স্পিন নিয়েই যেন বেশি ভাবনা চলছে।
×