ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুন্দুজ পুনর্দখল করেছে আফগান সেনাবাহিনী

প্রকাশিত: ০৪:৩০, ৫ অক্টোবর ২০১৬

কুন্দুজ পুনর্দখল করেছে আফগান সেনাবাহিনী

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ শহর পুনর্দখল করেছে সেদেশের সেনাবাহিনী। সোমবার এক সমন্বিত হামলা চালিয়ে কিছুক্ষণের জন্য শহরটি দখল করেছিল জঙ্গী গোষ্ঠী তালেবান। খবর এএফপির। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনী জানিয়েছে, সরকারী সেনারা কুন্দুজ শহরের প্রধান স্কোয়ারের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে। এর আগে সোমবার ভোরে কুন্দুজে তালেবান হামলা শুরু হওয়ার পর স্থানীয় সৈন্যদের সহায়তা দেয়ার জন্য বিশেষ কমান্ডো বাহিনীর পাশাপাশি হেলিকপ্টার গানশিপ পাঠানো হয়। কুন্দুজের পুলিশ প্রধান কাসিম জঙ্গল বাঘ বলেছেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো আমাদের নিয়ন্ত্রণে এসেছে। বাকি জায়গাগুলো থেকে তালেবান উৎখাতের লক্ষ্যে অভিযান চলছে। বিষ মেশানো খাবারে বাগদাদী গুরুতর অসুস্থ ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদী গুপ্তঘাতকের বিষ মেশানো খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ডেইলি মেইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। একটি ইরাকী বার্তা সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ইরাকের নিনেভের বেয়াজ এলাকায় বাগদাদী ও আরও তিন আইএস কমান্ডারের জন্য প্রস্তুত করা খাবারে বিষ মেশানো হয়। ওই খাবার খেয়ে বাগদাদীসহ চার জঙ্গী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ চার নেতাকে কঠোর গোপনীয়তার মধ্যে অজ্ঞাত স্থানে নেয়া হয়। খাবারে বিষ মেশানোর সঙ্গে জড়িতদের গ্রেফতারে আইএস তৎপরতা শুরু করেছে।
×