ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগ

সোহাগ-মিজানুর-জহুরুলের সেঞ্চুরি

প্রকাশিত: ০৬:৩৯, ৪ অক্টোবর ২০১৬

সোহাগ-মিজানুর-জহুরুলের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ বল হাতে ম্যাজিক দেখিয়েছেন, ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। তবে ব্যাট হাতে নামার সুযোগ হয়নি ১৮তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) দ্বিতীয় চারদিনের ম্যাচটির দ্বিতীয় দিনশেষেও। তবু সোহাগ গাজীর দুর্দান্ত শতকে বরিশাল বিভাগ তুলেছে ৪১৯ রান। দিনশেষে ঢাকা মেট্রোপলিস ৩ উইকেটে ১৪৫ রান করে এখনও ২৭৪ রানে পিছিয়ে। প্রথম স্তরের অপর ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের ম্যাচে কোন খেলাই হয়নি। দ্বিতীয় স্তরে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মিজানুর রহমান ও জহুরুল ইসলামের জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে রাজশাহী বিভাগ। চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে ৩৪১ রানের বিশাল লিড তাদের। আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর বিভাগ প্রথম ইনিংস ২১৭ রানে শেষ করার পর সিলেট বিভাগ ৬ উইকেটে তুলেছে ২১৪ রান। প্রথম স্তর ॥ দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই মেট্রোর হয়ে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয়দিন আরেকটি উইকেট শিকার করে ৪ উইকেট নিয়ে শেষ করেছেন আশরাফুল। বোলিং ত্রুটি কাটিয়ে ফেরা আরাফাত সানিও ৪ উইকেট নেন। এরপরও বরিশাল সোহাগের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪১৯ রানে প্রথম ইনিংস শেষ করেছে। সোহাগ ১৯০ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৪২ রান করে ফিরে যান। দিনশেষে মেট্রো ৩ উইকেটে ১৪৫ রান তুলে পিছিয়ে আছে ২৭৪ রানে। বগুড়ায় অপর ম্যাচটি বৃষ্টির কারণে দ্বিতীয়দিন মাঠে গড়ায়নি। স্কোর ॥ বরিশাল-ঢাকা মেট্রো ম্যাচ- খুলনা ॥ বরিশাল প্রথম ইনিংস- আগেরদিন ৩০১/৬; ৮৮ ওভার (সায়েম ৯৮, সোহাগ ৮৭*, শাহরিয়ার ৪৮; আশরাফুল ৩/৪৯) ও দ্বিতীয়দিন- ৪১৯/১০; ১১৮ ওভার (সোহাগ ১৪২, মনির ৬২, শাহরিয়ার ৪৮; আশরাফুল ৪/৬২, আরাফাত ৪/১৪৯)। মেট্রো প্রথম ইনিংস- ১৪৫/৩; ৬১ ওভার (শামসুর ৪৯, আসিফ ৩৩, মেহরাব ২৯*, মার্শাল ২৬*; শাওন ১/২২, গোলাম ১/৩৩)। খুলনা-ঢাকা ম্যাচ- বগুড়া ॥ খুলনা ইনিংস- ১৭২/১; ৫০.৫ ওভার (বিজয় ৮৪*, ইফতেখার ৭১*; শাহাদাত ১/৩৪)। দ্বিতীয় স্তর ॥ চট্টগ্রামের ইানংস ১৪১ রানেই গুটিয়ে গিয়েছিল। জবাবে প্রথম দিনশেষে ১ উইকেটে ১২১ রান তোলে রাজশাহী। দ্বিতীয়দিন শেষে তারা মিজানুরের ১৬৩ বলে ১৮ চার ও ৪ ছক্কায় ১৪৪ এবং জহুরুলের ১৪৩ বলে ১৭ চার ও ২ ছক্কায় ১৩১ রানে ৫ উইকেটে ৪৮২ রানের বিশাল সংগ্রহ পেয়েছে। হামিদুল ইসলাম ৯০ রান নিয়ে অপরাজিত। ৩৪১ রানের লিড রাজশাহীর। অপর ম্যাচে ২১৭ রানেই থেমে গেছে রংপুরের প্রথম ইনিংস। দিনশেষে ৬ উইকেটে ২১৪ রান তুলে সিলেট পিছিয়ে মাত্র ৩ রানে। জাকির হাসান ১৭৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৯১ রান নিয়ে ব্যাট করছেন। তানভীর হায়দার ও মাহমুদুল হাসান দুটি করে উইকেট নিয়েছেন। স্কোর ॥ চট্টগ্রাম-রাজশাহী ম্যাচ-রাজশাহী ॥ চট্টগ্রাম প্রথম ইনিংস- ১৪১/১০; ৫৪.১ ওভার (শুক্কুর ২৮, ইয়াসির ২৪; ফরহাদ ৪/৪৫, সাকলাইন ৩/৩৬, মামুন ২/১৯)। রাজশাহী প্রথম ইনিংস- আগেরদিন ১২১/১; ৩৫ ওভার (মিজানুর ৭১*, জুনায়েদ ৪৫*; হোসেন ১/১০) ও দ্বিতীয়দিন- ৪৮২/৫; ১২৫ ওভার (মিজানুর ১৪৪, জহুরুল ১৩১, হামিদুল ৯০*, জুনায়েদ ৫৬; আরিফ ২/১১০, তাসামুল ১/৫৫)। রংপুর-সিলেট ম্যাচ-সিলেট ॥ রংপুর প্রথম ইনিংস-২১৭/১০; ৮৭.৪ ওভার (ধীমান ৪৫, জাহিদ ৩৯, সায়মন ৩২, সোহরাওয়ার্দী ৩০*; অলক ৩/৪৩, শাহানুর ৩/৫২)। সিলেট প্রথম ইনিংস- ২১৪/৬; ৮৩ ওভার (জাকির ৯১*, শানাজ ৩৫, অলক ২৫; তানভীর ২/৩৮, মাহমুদুল ২/৪৭)। *দ্বিতীয় দিনশেষে।
×