ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইডেন টেস্ট জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

প্রকাশিত: ০৬:৩৭, ৪ অক্টোবর ২০১৬

ইডেন টেস্ট জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ইডেন টেস্টেও নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল বিরাট কোহলির দল। ১৭৮ রানের বড় জয়ে স্বাগতিকরা সিরিজ (২-০তে) জিতল এক ম্যাচ হাতে রেখে। পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হটিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করল ভারত। ৩৭৬ রানের জয়ের লক্ষ্যে সোমবার চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানে অলআউট হয় রস টেইলরের নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় দিনে বৃষ্টি না হলে খেলা চতুর্থ দিনে গড়াত কি না সন্দেহ! স্বাগতিক বোলিংয়ের সামনে কিউইরা কার্যত দাঁড়াতেই পারেনি। প্রথম ইনিংসে টেইলররা অলআউট হয় ২০৪ রানে। ভারতের সংগ্রহ ৩১৬ ও ২৬৩। অপরাজিত ৫৪ ও ৫৮ রানের দারুণ দুটি ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা। নিজেদের মাটিতে ভারতের এটি ২৫০তম টেস্ট। দাপুটে জয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে কোহলি-বাহিনী সেটিকে স্মরণীয় করে রাখল। নিউজিল্যান্ড ইনিংসের শুরুটা মন্দ ছিল না। ওপেনিংয়ে ৫৫ রানের জুটি গড়ে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন টম লাথাম ও মার্টিন গাপটিল। গাপটিল ২৪ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার পরও প্রতিশ্রুতি ছিল। দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসকে নিয়ে ৪৯ রান যোগ করেন লাথাম। নিকোলসও ২৪ রানে রবীন্দ্র জাদেজার শিকারে পরিণত হলে জুটিটি বড় হয়নি। লাথাম একাই লড়াই করছিলেন। কিন্তু ১৪৮ বলে ৮ চারে ৭৪ রান করা লাথামকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে নিউজিল্যান্ডের মেরুদ- ভেঙ্গে দেন অশ্বিন। ৩২ রান করে জাদেজার বলে বোল্ড হওয়ার আগে কিছুটা লড়েছিলেন লুক রনকি। মিচেল স্যান্টনার (৯) ও বিজে ওয়াটলিংকে (১) ফেরান পেসার মোহাম্মদ শামি। ১৮ রান করা ম্যাট হেনরিকে তুলে নেন জাদেজা। ট্রেন্ট বোল্টকে (৪) মুরলি বিজয়ের হাতে ক্যাচ বানিয়ে কিউই কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন শামি। শামি, অশ্বিন, জাদেজা প্রত্যেকে নিয়েছেন ৩টি করে উইকেট। তার আগে সকালে ৮ উইকেটে ২২৭ রান নিয়ে শুরু করা ভারত নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করে ২৬৩ রানে। রোহিত শর্মার ৮২ রানের পাশাপাশি আরও একটি হাফ সেঞ্চুরি পেয়েছেন ঋদ্ধিমান। ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র চতুর্থ ভারতীয় উইকেটরক্ষক হিসেবে একই টেস্টের দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি পেলেন বাংলার এই ক্রিকেটার। তার আগে এই কীর্তি ছিল মহেন্দ্র সিং ধোনি, ফারুক ইঞ্জিনিয়ার ও দিলওয়ার হোসেনের। ধোনির কারণেই এতদিন দলে জায়গা হয়নি। ‘ক্যাপ্টেন কুল’ টেস্ট থেকে অবসর নেয়ায় পাওয়া সুযোগটা কি দারুণভাবেই না কাজে লাগাচ্ছেন। শেষ সাত ইনিংসে তার রান ৪০, ৪৭, ১০৭, ০, ৫৪* ও ৫৮*। অনেকদিন আগে সৌরভ গাঙ্গুলী আফসোস করে বলেছিলেন, তিনি নির্বাচক হলে ঋদ্ধিকেই বেছে নিতেন। দাদা বাবুর ঘরের মাঠ ইডেনেই আলো ছড়ালেন তার প্রিয় ঋদ্ধি। তুলে নিলেন ম্যাচসেরার পুরস্কার। ম্যাচে ইনজুরিতে পড়েছেন শেখর ধাওয়ান। আগস্টে উইন্ডিজ সফরেই ভারতের শীর্ষে চলে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু কোহলির দল সিরিজ জিতলেও বৃষ্টির জন্য সব ম্যাচ ফল দেখেনি। তারই মধ্যে ইংল্যান্ড সফরে দুর্দান্তভাবে ২-২এ সিরিজ ড্র করে প্রথমবারের মতো শীর্ষে ওঠে পাকিস্তান। মাত্র এক মাসের ব্যবধানে শত্রুদেশ দুইয়ে ঠেলে দিয়ে এক নম্বরে উঠল ভারত।
×