ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ওয়ানডে আজ

ডি কক ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:২৭, ২ অক্টোবর ২০১৬

ডি কক ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ২৯৪ রানের স্কোর গড়ার পরও অধিনায়ক স্টিভেন স্মিথ কি ভেবেছিলেন ম্যাচটা এভাবে হারতে হবে? পরশু বিশ্বচ্যাম্পিয়নরা আসলে হেরে গেছে এক কুইন্টন ডি ককের কাছে। অসি বোলারদের নিয়ে ছেলে খেলাই করেছেন প্রোটিয়া ওপেনার। ১১৩ বলে খেলেছেন ১৭৮ রানের বিধ্বংসী ইনিংস। আরেকটু হলেই রেকর্ডটা ভেঙ্গে যেত। সেই ২০ বছর আগে আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছিলেন গ্যারি কারস্টেন, দক্ষিণ আফ্রিকার পক্ষে যা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। মাত্র ১১ রানের জন্য পারলেন না ডি কক। তবে তার পাগলাটে ব্যাটিংয়ে সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে ঠিকই ৬ উইকেটের বড় জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে ফ্যাফ ডুপ্লেসিসের দক্ষিণ আফ্রিকা। দেশের হয়ে রেকর্ডটা না হলেও, নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রান ঠিকই করেছেন। অতিথি অস্ট্রেলিয়ান বোলারদের ওপর দিয়ে যে ঝড় গেছে, তা বর্ণনাতীত! মাত্র ৭৪ বলেই সেঞ্চুরি পূর্ণ করেছেন ডি কক, ১৭৮ রান করতে খেলেছেন মাত্র ১১৩ বল। ১৬ চার, ছক্কা ১১টি। ওয়ানডেতে এর আগে ১০টি সেঞ্চুরি ছিল, তবে ১৫০-এর বেশি কখনও করা হয়নি। অথচ এমন একটা ইনিংসের পরও সেটিকে কুণ্ঠাহীনভাবে সেরা বলছেন না ডি কক, ‘এ রকম হাত খুলে আমি কখনও খেলিনি। তবে এর চেয়েও বেশি উপভোগ করেছি এমন ইনিংসও আছে। সেখানে রান তুলতে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। ওই ইনিংসগুলো খেলে বেশি তৃপ্তি পেয়েছি।’ সুপার স্পোর্ট পার্কের উইকেট বোলারদের জন্য বধ্যভূমিই ছিল। আর ছোট মাঠের সুবিধা তো নিয়েছেনই। ডি কক তাই মনে করিয়ে দেন, ‘এদিন আমাকে একটু খাটতে হয়েছে বটে, কিন্তু দিনটা আসলে আমারই ছিল। উইকেট ব্যাট করার জন্য খুব ভাল ছিল। নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে পেরেছি। আশাকরি, সিরিজে এ রকম উইকেট আরও পাব।’ নিজের ১১তম সেঞ্চুরির জন্য মাত্র ৬৫টি ইনিংস খেলতে হয়েছে ডি কককে। ওয়ানডে ১১টি সেঞ্চুরির জন্য এর চেয়ে কম ইনিংস খেলেছেন শুধু হাশিম আমলাই (৬৪টি)। ডি ককের বয়স মাত্র ২৩, নিশ্চয় আরও অনেক দূর যেতে চাইবেন। তুমুল পিটুনি খাওয়া অসিদের হয়ে পেসার স্কট বোল্যান্ড নিয়েছেন ৩ উইকেট, অপরটি স্পিনার এ্যাডাম জাম্পার। তার আগে ৯০ রানে তৃতীয় ও ১৩১ রানে চতুর্থ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে ফাইটিং স্কোর এনে দিয়েছেন জর্জ বেইলি ও জন হেস্টিংস। সর্বোচ্চ ৭৪ রান করেছেন বেইলি। আট নম্বরে নেমে হেস্টিংস ৫১। এছাড়া ডেভিড ওয়ার্নার ৪০, এ্যারন ফিঞ্চ ৩৩ ও মিচেল মার্শ ৩১ রান করে আউট হন। দ.আফ্রিকার হয়ে এ্যান্ডিলে ফেলুকভায়া ৪৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ২ উইকেট তারকা পেসার ডেল স্টেইনের। জোহানেসবার্গে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজই।
×