ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৫, ২ অক্টোবর ২০১৬

টুকরো খবর

জলদস্যুদের গুলিতে নিহত এক ॥ আহত ৬ জেলে নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১ অক্টোবর ॥ বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার মেঘনা নদীর বেড়িরচর এলাকায় শনিবার শেষ রাতে জলদস্যুরা ট্রলারের জেলেদের ওপর হামলা চালিয়েছে। দস্যুদের গুলিতে কামাল মাঝী নিহত হয়েছে। এছাড়া এক শিশুসহ ৬ জেলে গুলিবিদ্ধ হয়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মনপুরার জেলেরা হাতিয়ার বেড়িরচর এলাকায় শুক্রবার রাতে মাছ ধরতে যায়। শনিবার শেষ রাতের দিকে একদল জলদস্যু ওই ট্রলারে চড়াও হয়। এতে রুবেল, নয়ন, জুয়েলসহ ৬ জেলে গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে ও অপর তিনজনকে মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়। নিহত কামালসহ আহতদের বাড়ি মনপুরা উপজেলার চরফয়জুদ্দিন এলাকায়। চট্টগ্রামে গ্রেফতার ৪৭ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ট্রাফিক আইন অমান্যের অপরাধে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে ৪৫০টি মামলা দায়ের হয়েছে। অপরদিকে, থানা পুলিশের অভিযানে ৪৭ আসামি গ্রেফতার হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ৪শ’ ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য। মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে ট্রাফিক পুলিশ ৪৩৯টি মামলা দায়ের করেছে। এর মধ্যে সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে ৯৮টি মামলাসহ তিনটি অটোরিক্সা আটক করেছে। এছাড়াও কাগজপত্রবিহীন রাস্তায় গাড়ি চালানোর অপরাধে ২৩টি গাড়ি আটক করা হয়েছে। অপরদিকে, থানা পুলিশের অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ লিটার ছোলাইমদ উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরায় আড়াই ঘণ্টা বাস চলাচল বন্ধ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কালিগঞ্জে বিজিবি ও বাস শ্রমিকদের মধ্যে অপ্রীতিকর ঘটনার জেরে কালিগঞ্জ-খুলনা মহাসড়কে সকাল ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। বিষয়টি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর পর তারা বিষয়টি দ্রুত নিষ্পত্তি করবেন বলে আশ্বাস দেয়ার পর পুনরায় বাস চলাচল শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, বিজিবি সদস্যদের মারপিটে ৪ জন আহত হয়েছেন। এ ব্যাপারে বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন সাংবাদিকদের জানান, সেখানে যানজট ছিল। তাদেরক সড়ক পরিষ্কার করতে বলা হয়েছিল। বিষয়টি পুলিশকেও জানানো হয়। তবে, কোন শ্রমিককে মারধর করা হয়নি বলে জানান তিনি। বাস মালিক ও শ্রমিকরা জানান, শনিবার সকালে বিজিবির ১৭ ব্যাটালিয়নের কয়েক সদস্য সাতক্ষীরা অভিমুখে যাবার পথে কালিগঞ্জ বাস টার্মিনালের পাশে সড়কে বাসজট দেখে থেমে যান। পরে কোন কিছু বুঝে ওঠার আগেই তারা শ্রমিকদের মারধর করতে শুরু করেন। এ সময় কমপক্ষে দুটি গাড়ির গ্লাস ভাংচুর করে বিজিবি। বজ্রপাতে যুবক নিহত সংবাদদাতা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ১ অক্টোবর ॥ নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে বজ্রপাতে ইয়ার হোসেন নামে (১৮) এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত আলীয়াবাদ গ্রামের পশ্চিম বিলে নৌকা দিয়ে মাছ ধরার সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়, এ সময় বজ্রপাতের বিকট শব্দে ইয়ার হোসেন নৌকা থেকে পড়ে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। সিরাজগঞ্জে চেক বিতরণ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেকসহ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের এবং দুস্থ ও অসহায় ক্ষুদ নৃগোষ্ঠী জনগণের মাঝে এককালীন অনুদানের অর্থ বিতরণ করা হয়। চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। অনুষ্ঠানে ১০ জনকে প্রধানমন্ত্রীর চেকসহ সমাজকল্যাণ পরিষদ হতে মোট ৬ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেন্জন চাম্বুগং। গাঁজাসহ আটক ১ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ধরলা ব্রিজের চেকপোস্টে অর্ধকোটি টাকা মূল্যের ৩৮ কেজি গাঁজাসহ ট্রাক ও ড্রাইভার রজব আলীকে (২২) আটক করেছে সদর থানা পুলিশ। এত বিপুল পরিমাণ গাজা উদ্ধারের ঘটনা এটি প্রথম। পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ জানান, কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে পুলিশ শনিবার বিপুল পরিমাণ গাঁজা আটক করতে সক্ষম হয়। জেলায় এই প্রথম এত বিপুল পরিমাণ গাঁজা আটকের ঘটনা ঘটল। মহিমাগঞ্জে রেলপথ অবরোধ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১ অক্টোবর ॥ মহিমাগঞ্জে রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি অবৈধ দখলকারীদের কাছ থেকে উদ্ধারের দাবিতে শনিবার মহিমাগঞ্জ স্টেশন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। চিনিকলের আখচাষী, শ্রমিক-কর্মচারী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ অবরোধ কর্মসূচীতে অংশ নেয়। শনিবার সকালে একটি বিক্ষোভ মিছিল মহিমাগঞ্জ বন্দর প্রদক্ষিণ শেষে রেল স্টেশনে এসে অবস্থান নেয়। সকাল ৯টায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি আটকে পড়ে। এর আগে মহিমাগঞ্জ রেলস্টেশন চত্বরে চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, প্রমুখ। নাশকতা ॥ রাসিক কাউন্সিলর গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নাশকতার মামলায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগর বিএনপি নেতা ইকবাল হোসেন দিলদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকা থেকে বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার দিলদার নগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। সরকারবিরোধী আন্দোলনের সময় নাশকতার পাঁচটি মামলায় তিনি আসামি। পলাতক আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ বিস্ফোরক, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি মিলন সিকদারকে (২৮) পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। শনিবার ভোরে উপজেলার ভাজনা কদমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১১ সালে বরগুনা জেলার বেতাগীতে ডাকাতিকালে একজনকে কুপিয়ে হত্যা করে মিলন ও তার সংঘবদ্ধ ডাকাত দল। এছাড়াও মিলনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন, বিক্রি ও হত্যার হুমকি দেয়ায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিদ্যুতস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১ অক্টোবর ॥ লক্ষ্মীপুুরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যের (মেম্বার) মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শাকচরের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার সদর উপজেলার শাকচর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য এবং শাকচর গ্রামের খোকন মিয়ার ছেলে। নারায়ণগঞ্জে চালক নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ থেকে জানান, সিদ্ধিরগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মনির হোসেন (২০) নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার শিমরাইল ট্রাক টার্মিনালে পিকআপ ভ্যান পার্কিং করার সময় বিদ্যুতায়িত হয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১ অক্টোবর ॥ জেলার কালীগঞ্জ উপজেলার দুহুলি গ্রামে শুক্রবার রাতে বিলে মাছ ধরতে গিয়ে আজিজারের পুত্র আরিফ (৯) ডুবে মারা গেছে। বদরগঞ্জে প্রতিমা ভাংচুর নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১ অক্টোবর ॥ বদরগঞ্জে রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্রতিমা ভাংচুর করা হয়েছে। শনিবার ভোরে গোপালপুর ইউনিয়নের দাসপাড়া দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, রাত সাড়ে তিনটা পর্যন্ত মন্দির পরিচালনা কমিটির সদস্যরা মন্দিরের ভেতরে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করে ঘুমাতে যান। সকালে উঠে তারা দেখেন মন্দিরে রাখা মূর্তিগুলো কে বা কারা ভাংচুর করে রেখে গেছে। মন্দির কমিটির সভাপতি জগদীশ চন্দ্র দাস বলেন, দুর্বৃত্তরা দুর্গা প্রতিমার হাতসহ গণেশ, কার্তিক, লক্ষ্মী, অসুর ও বাঘের মাথা ভেঙ্গে ফেলেছে। ট্রেনের ধাক্কায় যুবক নিহত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মাইক্রোফোন কানে দিয়ে রেল লাইন দিয়ে হেঁটে চলার সময় জয়দেবপুর জংশন স্টেশন এলাকায় শনিবার তুরাগ ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। আনুমানিক ৩৫ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানান, যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার জন্য শনিবার সকালে তুরাগ ট্রেনটির ইঞ্জিন জয়দেবপুর জংশনে ঘুরানো হচ্ছিল। এ সময় মাইক্রোফোন কানে দিয়ে এক ব্যক্তি রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ওই ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাগমারায় ৪ জনকে তুলে নেয়ার অভিযোগ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারায় প্রশাসনের লোক পরিচয়ে চারজনকে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে অজ্ঞাতরা। বৃহস্পতিবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। তাদের ব্যাপারে র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোন তথ্য দিতে পারেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তারা হলেন- উপজেলার হামিরকুৎসা গ্রামের নাজমুল আলমের ছেলে শাহ রেজা আলম ইমন, একই গ্রামের মুক্তিযোদ্ধা আনিছুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তা, সাকুয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে শুকুর আলী ও বালিয়া গ্রামের ছেয়ের আলীর ছেলে আনছার আলী। এদের মধ্যে আনছার পুলিশের ও মোস্তা র‌্যাবের সোর্স হিসেবে কাজ করত বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আর ইমন হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও শুকুর আলী মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। আনছার আলীর বড় ভাই শামসুল আলম বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে দুটি মাইক্রোবাস নিয়ে ৮ থেকে ১০ জন তাদের বাড়িতে গিয়ে আনছারকে ডেকে তুলে ধরে নিয়ে যায়। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে প্রশাসনের লোক বলেন, যাদের সবাই গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরা ছিলেন। তাদের প্রত্যেকের হাতে একটি করে লাঠি থাকলে কারও কাছে অস্ত্র ছিল না। শামসুল আরও বলেন, তাদের ব্যাপারে সন্দেহ হলে ওই সময় বাগমারা থানার ওসি সেলিম হোসেনকে ফোন করে বিষয়টি জানানো হয়। ওসি গ্রামের লোকজনকে নিয়ে তাদের যে কোনভাবে আটকানোর পরামর্শ দেন। এর পর তারা দুটি মোটরসাইকেল নিয়ে তাদের পিছুও নেয়। তবে পুলিশ আসার আগেই তারা তাহেরপুর হয়ে দুর্গাপুরের দিকে চলে যায় বলে জানান তিনি। ইমনের স্ত্রী সেতু ইয়াসমিন জানান, বাড়ির প্রাচীরের উপর দিয়ে তাদের বাড়িতে ১২ থেকে ১৩ জন ঢুকে পড়ে, যাদের মধ্যে একজন মুখোশ পরা ছিল। তারা ইমনকে ডেকে তুলে ধরে নিয়ে যাওয়ার সময় প্রশাসনের লোক পরিচয় দেয়। মোস্তাকের ভগ্নিপতি নাসির উদ্দিন জানান, ঘরের দরজা ভেঙ্গে ৭-৮ জন ঘরে ঢুকে মোস্তাকে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এদিকে, ঘটনার পর থেকে তারা র‌্যাব, পুলিশ ও পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল দফতরে খোঁজ নিয়েও কোন খবর পাননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকা থেকে কাউকে আটক করা হয়নি বলে জানান। বাগমারা থানার ওসি সেলিম হোসেন বলেন, কারা তাদের ধরে নিয়ে গেছে, সে ব্যাপারে পুলিশের কাছে কোন তথ্য নেই। প্রধানমন্ত্রীকে হুমকি ॥ সাভারে মামলা নিজস্ব সংবাদদাতা, সাভার, ১ অক্টোবর ॥ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। আট লাখ টাকার স্বর্ণ চুরি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ অক্টোবর ॥ শুক্রবার গভীর রাতে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় এনজিও কর্মী শহিদুর রহমান পান্নার বাসায় চুরি হয়েছে। শনিবার এ ব্যাপারে উক্ত শহিদুর রহমান পান্না সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। পারিবারিকভাবে জানানো হয়েছে, রাত ৩টার দিকে চোরের দল জানালার গ্রিল ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে পান্নার মার ঘরের আলমারির তালা ভেঙ্গে সেখান থেকে ১৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং ১৪ ভরি ওজনের চাঁদির গহনা নিয়ে গেছে। তারা ঘরের কাপড়-চোপড় এবং অন্যান্য জিনিসপত্র তছনছ করলেও অন্য কিছু নেয়নি বলে জানানো হয়েছে। চুরি যাওয়া অলঙ্কারের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা বলে জানানো হয়েছে। ১৬ জনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় সরকারী আজিজুল হক কলেজের ছাত্র ছাত্রলীগ কর্মী ছাত্র ইব্রাহীম হোসেন সবুজ হত্যা মামলায় শুক্রবার রাতে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। এতে যুবলীগ ওয়ার্ড শাখার নেতাসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। নিহত কলেজ ছাত্রের চাচা মোঃ হারন-অর রশিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ছাত্রলীগ নেতা নিহত হওয়ার পরবর্তীতে একই দিনে পুলিশের মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কর্তব্য পালনে বাধা দেয়ায় অভিযোগে পৃথক একটি মামলার প্রস্তুতি চলছে। এদিকে হত্যা মামলায় ইতোমধ্যে পুলিশ শাহ আলম (২৬), নয়ন (২৫) ও সুনীল পাল (২৭) নামে ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বগুড়া সদর থানার ওসি জানান, নিহতের চাচা বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে বগুড়া সদরের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলামকে। গ্রেফতার ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসীর গুলিতে পুলিশ আহত নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১ অক্টোবর ॥ নারায়ণগঞ্জ শহরের খানপুর সরদারপাড়া এলাকায় শনিবার সকালে সন্ত্রাসীদের সঙ্গে ডিবি পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে মনিরুজ্জামান মনির নামে এক এসআই আহত হয়েছেন। এদিকে, শুক্রবার রাতে শহরের খানপুর মেইন রোডের একটি বাসা থকে সন্ত্রাসী দেলুর স্ত্রী লাকী আক্তার, তার মামা মোবারক, দুই সহযোগী সুজন ও হারুনকে গ্রেফতার করে। এ সময় পুলিশ ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ডিবি পুলিশ জানায়, মাদক উদ্ধারের ঘটনা ফাঁস করে দিয়েছে এমন সন্দেহে শনিবার সকালে শহরের খানপুর সরদারপাড়া এলাকার বিল্লাল হোসেন নামের সহযোগীর বাড়িতে হামলা করে দেলু ও তার লোকজন। ওই সময় ডিবির টিম খবর পেয়ে অভিযান চালায়। ডিবির উপস্থিতি টের পেয়ে ডিবি পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। তখন দেলু পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় এসআই মনিরুজ্জামান মনির আহত হয়। তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আত্মসচেতনতামূলক সেমিনার ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘এ্যাওয়ারনেস বিল্ডিং স্ট্রাটেজি ফর সেলফ এ্যাসেসমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্বদ্যিালয়ের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবস্থাপনা বিভাগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারি। বিশেষ অতিথি ছিলেন- অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. এএম আব্দুস সুবাহান, অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ প্রমুখ। ঈশ্বরদীতে শিক্ষাবৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার সকালে গৌরীপুর স্কুল এ্যান্ড কলেজে ‘আনোয়ারা-সাহেদা’ শিক্ষা স্বাস্থ্য তহবিল থেকে ৩৪ মেধাবী দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। গৌরীপুর স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা কমিটিরি সভাপতি ও ২নং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বৃত্তি প্রদান করেন আনোয়ারা-সাহেদা শিক্ষা স্বাস্থ্য তহবিলের পরিচালক প্রকৌশলী শাফায়েত আহ্মেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- প্রফেসর ডাঃ শরিফ আহ্মেদ, ডাঃ সাব্বির আহ্মেদ, ডাঃ সাঈদা সুলতানা, আনোয়ারা, শফিকা বানু ও শোয়েব আহম্মেদ। ‘বাংলার তৃণমূলে উন্নয়নের ঝিলিক’ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের তৃণমূলে এখন উন্নয়নের ঝিলিক। সরকারের উন্নয়ন ছড়িয়ে পড়ছে সবখানে। অনগ্রসর মানুষকেও এগিয়ে নেয়ার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। মানুষের জীবনমান উন্নয়নসহ সার্বিক মুক্তির জন্য শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। শনিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শিরোনামে ১০ টাকা কেজি দরে কার্ডধারী হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। লৌহজং উপজেলার কুমারভোগ, হলদিয়া, মেদিনীম-ল ও কনকসারসহ চারটি ইউপিতে এ কর্মসূচী উদ্বোধনের সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদারসহ স্ব স্ব ইউপির চেয়ারম্যান ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিশু অধিকার সপ্তাহ সমাপ্ত নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১ অক্টোবর ॥ ‘থাকবে শিশু সবার মাঝে ভাল, দেশ-সমাজ পরিবারে জ্বালবে আশার আলো’- এ সেøাগানকে সামনে রেখে শনিবার ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা শিশু একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আ ফ ম ফজলে রাব্বী। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন- সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান বানু, সিনিয়র ম্যাজিস্ট্রেট সুশান্ত সাহা, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু, জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক তারিকুল ইসলাম প্রমুখ।
×