ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেনারেল রাহিল শরীফের দিকে দৃষ্টি রেখেই সতর্ক ভারত

প্রকাশিত: ০৩:৫৪, ২ অক্টোবর ২০১৬

জেনারেল রাহিল শরীফের দিকে দৃষ্টি রেখেই সতর্ক ভারত

পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল রাহিল শরীফ নবেম্বরে তার নির্ধারিত অবসরে যাওয়ার আগে সীমান্তের বাইরে কোন জরুরী পরিকল্পনার বাস্তবায়ন চাইতে পারেন। এ মূল্যায়ন থেকেই ভারত উচ্চমাত্রায় সতর্কতা অবলম্বন করছে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। ভারতের নিরাপত্তা এস্টাব্লিশমেন্ট মনে করেন, বৃহস্পতিবারের ‘সার্জিক্যাল স্ট্রাইকে’র পর জেনারেল শরীফ নীবরে বাড়ি চলে যাবেন বলে মনে হয় না। কারণ তার এক জোরালো ভারতবিরোধী এজেন্ডা রয়েছে। নিজেকে সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে এক যোদ্ধা হিসেবে তুলে ধরা এবং কয়েকটি ইস্যুতে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার পর জেনারেল শরীফ তার ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য ভারতের বিরুদ্ধে এক শক্তিশালী পাল্টা পদক্ষেপ নেয়ার সামর্থ্য রাখেন। কর্মকর্তারা একথা বলেন। নওয়াজ শরীফ অবশ্যই জেনারেল শরীফকে বিদায় জানাতেই পছন্দ করবেন। এ জেনারেলের স্থলাভিষিক্ত করতে চারজন লেফটেন্যান্ট জেনারেলের কথা বিবেচনা করা যায়। যদি নওয়াজ শরীফ আসলেই জেনারেল শরীফকে বিদায় দিতে সফল হয়, তাহলে ভাওয়ালপুরের ৩১ কোরের কমান্ডার লে. জেনারেল জাভেদ ইকবাল রেমদে সেনাবাহিনীর প্রধান হতে পারেন। এক কর্মকর্তা বলেন, ঐ চারজনের মধ্যে রেমদে সিনিয়রিটির দিক দিয়ে তৃতীয়। কিন্তু তার পরিবার নওয়াজের পাকিস্তান মুসলিম লীগের সঙ্গে রাজনৈতিক দিক দিয়ে জড়িত। অন্য তিন লেফটেন্যান্ট জেনারেল হলেন জুবায়ের মাহমুদ হায়াত (চীফ অব জেনারেল স্টাফ) ইশফাক নাদিম আহমদ (মুলতানস্থ ২ কোরের প্রধান) এবং কামার জাভেদ বাওজা (জেনারেল হেডকোয়ার্টারসের ট্রেনিং এ্যান্ড ইভালুয়েশন বিষয়ক আইজি। পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত জি পার্থসারথি বলেন, জেনারেল শরীফ কিছুটা ক্ষমতালিপ্সু হয়ে ওঠেন এবং তিনি ও নওয়াজ শরীফ একে অপরকে ঘৃণা করেন। জেনারেল শরীফ অজেয় ও মহান হওয়ার যে অনুভূতি নিজের মনে গড়ে তোলেন, তা ভারতের এ সার্জিক্যাল স্ট্রাইকের ফলে বিপর্যস্ত হয়। তিনি বলেন, জেনারেল শরীফের আচরণের অনিশ্চয়তা এবং ভারত বিদ্বেষের (তার নিকটাত্মীয় ১৯৬৫ সালের যুদ্ধে এবং ভাই ১৯৭১ সালে নিহত হন) কথা বিবেচনা করলে, তিনি নির্বোধের মতো কোন কিছু করতে পারেন বলে হুমকি রয়েছে। ভারতকে সেজন্য প্রস্তুত থাকা উচিত।
×