ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিরিয়া প্রশ্নে আলোচনা স্থগিত করব ॥ লাভরভকে কেরি

প্রকাশিত: ০৬:৩১, ৩০ সেপ্টেম্বর ২০১৬

সিরিয়া প্রশ্নে আলোচনা স্থগিত করব ॥ লাভরভকে কেরি

ওবামা প্রশাসন সিরিয়ায় ভেঙ্গেপড়া এক অস্ত্রবিরতির বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করা থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে। প্রশাসন সিরীয় বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি আলেপ্পোর ওপর রাশিয়া ও সিরিয়ার জোরালো হামলা প্রতিহত করতে বিদ্রোহীদের আরও আগ্নেয়াস্ত্র সরবরাহ করার বিষয়ে এক অভ্যন্তরীণ বিতর্ক নতুন করে শুরু করেছে। হোয়াইট হাউস পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে তার রুশ প্রতিপক্ষের সঙ্গে সিরিয়ায় কোন অস্ত্রবিরতি আনার চেষ্টায় আলোচনা করার সুযোগ দিতে চলতি বছরের প্রথম দিকে অস্ত্র সরবরাহ সম্পর্কিত বিতর্ক স্থগিত রাখে। খবর ওয়ালস্ট্রিট জার্নাল ও টাইমস অব ইন্ডিয়ার ওবামা প্রশাসন ইতোপূর্বে বিদ্রোহীদের তথাকথিত বহনযোগ্য বিমানবিধ্বংসী অস্ত্র সরবরাহের সম্ভাবনা নাকচ করে দেয়। কিন্তু কর্মকর্তারা বলছেন, তারা এখন বিদ্রোহীদের বিমানবিধ্বংসী কামান যোগানোর কথা বিবেচনা করছেন। পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কারবি বুধবার বলেন, ওবামা প্রশাসন সংঘাত মোকাবেরায় কূটনীতির বাইরের উপায়গুলোর বিষয়ে আলোচনা করছে, কিন্তু তিনি সুনির্দিষ্টভাবে উপায়গুলোর উল্লেখ করেননি। রুশ-মার্কিন অস্ত্রবিরতি চুক্তি গত সপ্তাহে ভেঙ্গে পড়ে। এর আগে মার্কিন কর্মকর্তারা এক ত্রাণ সাহায্যবাহী কনভয়ে বোমাবর্ষণের দায়ে রাশিয়াকে এবং আলেপ্পোর বিদ্রোহী অধিকৃত অংশে নতুন করে হামলা চালানোর দায়ে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে অভিযুক্ত করে। জন কেরি বুধবার সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান সব সহযোগিতার অবসান ঘটানোর হুমকি দেন। তিনি তার রুশ প্রতিপক্ষ গের্গেই লাভরভকে বুধবার টেলিফোনে জানান যে, যদি রুশ ও সিরীয় সরকার আলেপ্পোর ওপর হামলা বন্ধ করার লক্ষ্যে অবিলম্বে পদক্ষেপ না নেয় তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে এর আলোচনা স্থগিত রাখবে। গত সপ্তাহে ঐ অবরুদ্ধ শহরে আড়াইশয়েরও বেশি লোক নিহত হয়। প্রশাসনের ভিতর যা ‘প্ল্যান বি’ নামে পরিচিত, তাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানবেঁধে উঠছে। সিআইএ’র পরীক্ষা করা বিদ্রোহী ইউনিটগুলো যাতে আরও দূর থেকে সিরীয় ও রুশ গোলন্দাজ ইউনিটগুলোকে আঘাত করতে পারে, সেজন্য বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করতে সিআইএকে ও এর ঐ অঞ্চলের মিত্রদের অনুমতি দেয়া হবে কিনা, তাই বিতর্কের বিষয়। বিদ্রোহীদের কাছে সিআইএ ও এর অংশীদারদের অস্ত্র সরবরাহ ছাড়াও যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের কাছে আরও শক্তিশালী অস্ত্র পাঠাতে তুরস্ক ও সৌদি আরবসহ এর আঞ্চলিক মিত্রদের সবুজ সংকেত দেয়ার কথা ভাবছে। এ পরিকল্পনা যুদ্ধক্ষেত্রে কোন প্রভাব ফেলার পক্ষে খুবই বিলম্ব হয়ে থাকতে পারে বলে কোন কোন মার্কিন কর্মকর্তা মনে করেন। তাদের মতে, আলেপ্পো হামলা বন্ধ করতে আসাদ সরকারকে বাধ্য করার জন্য প্রশাসনের উচিত এ সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ মার্কিন সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করা। কর্মকর্তারা ভবিষ্যদ্বাণী করছেন, আসাদ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোন প্রত্যক্ষ সামরিক পদক্ষেপ নেয়ার প্রস্তাব হোয়াইট হাউসে জোর বিরোধিতার মুখে পড়বে। কারণ এতে রাশিয়ার সঙ্গে ব্যাপকতর সংঘাত বেঁধে যাওয়ার ঝুঁকি রয়েছে।
×