ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমরা ভাগ্যবান তাই এখনও সুযোগ আছে ॥ মাশরাফি

প্রকাশিত: ০৬:২৫, ৩০ সেপ্টেম্বর ২০১৬

আমরা ভাগ্যবান তাই এখনও সুযোগ আছে ॥ মাশরাফি

মোঃ মামুন রশীদ ॥ টানা বিরতি একটা বড় ধরনের শঙ্কা তৈরি করেছিল। হয়তো বাংলাদেশ দল পুরনো ছন্দে নৈপুণ্য দেখাতে পারবে না। কারণ সাড়ে দশ মাস পর আবার ওয়ানডে ক্রিকেটে ফেরা এবং ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেট। এ কারণে, কাগজে-কলমে ছোট দল হলেও আফগানিস্তানের বিরুদ্ধে অনায়াস জয় তুলে নেয়াটা কঠিন সেটা বাংলাদেশের ক্রিকেটাররাও বলছিলেন। এমনকি প্রস্তুতি ম্যাচে সফরকারী আফগানিস্তান বিসিবি একাদশকে ৬৬ রানে বিধ্বস্ত করার পর হারের শঙ্কাও উঁকি দিচ্ছিল। সেটা বাস্তব হয়ে যেত প্রথম ওয়ানডেতেই, কিন্তু অভিজ্ঞ বাংলাদেশের কাছেই হাতের মুঠোয় আনা জয়টাকে হাতছাড়া করেছে আফগানরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে আর সুযোগ পায়নি বাংলাদেশ দল। ২ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা এনেছে তারা। সিরিজে এমন একটি অবস্থানে থাকাটাকে দলের জন্য দারুই ভাগ্যের বলেই মনে করছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে এখনও সিরিজ জয়ের যে সুযোগ আছে সেটাকেও নিজেদের ভাগ্য বলেই মনে করছেন বাংলাদেশ অধিনায়ক। দুই ওয়ানডের পুরো ম্যাচ বিশ্লেষণ করলে বাংলাদেশের চেয়ে ক্রিকেটীয় দৃষ্টিকোণে পারফর্মেন্সে অনেক এগিয়ে ছিল আফগানরা। প্রথম ম্যাচেই জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। শেষদিকে ৬ উইকেটও ছিল হাতে এবং ২৮ বলে ৩৬ রান প্রয়োজন ছিল। এমন একটি অবস্থান থেকে বাংলাদেশ ৭ রানের জয় তুলে নিয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশ দলের ব্যাটিং ছিল বিপর্যস্ত। অভিষেক হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত ৪৫ রানের দারুই ইনিংসটা না খেলতে পারলে লজ্জাজনক একটি সংগ্রহে গুটিয়ে যেত বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০৮ রানের মামুলি সংগ্রহ নিয়ে এবার আর জিততে পারেনি মাশরাফির দল। সিরিজে এখন ১-১ সমতা। সমান সুযোগ আছে উভয় দলেরই সিরিজ জয়ের। এখনও সিরিজে বাংলাদেশ দল টিকে থাকাটাকে ভাগ্য বলে মনে করছেন মাশরাফি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা দুই ম্যাচেই খুব খারাপ ক্রিকেট খেলেছি। আমরা সৌভাগ্যক্রমে প্রথম ম্যাচ জিতেছি, নয়তো এখন আমরা হয়তো সিরিজ হেরে বসতাম। আমরা খুবই ভাগ্যবান যে এখনও আমাদের সুযোগ আছে সিরিজ জয়ের।’ মাশরাফি দলের ব্যাটিং নিয়ে দারুণ হতাশ। ব্যাটসম্যানরা বড় রান করতে না পারার কারণেই দল এত বাজে পরিস্থিতির মধ্যে পড়েছে বলে মনে করেন তিনি। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘আমাদের শীর্ষ চারজন ব্যাটসম্যান ২০ রানের বেশি করতে পারেনি। উইকেট ২৩০-৪০ করার মতো ছিল, কিন্তু আমরা সেট হওয়ার পরই আউট হয়ে গেছি। ওয়ানডে ক্রিকেটে কোন ব্যাটসম্যান সেট হয়ে যাওয়ার পর আউট হওয়া সমীচীন নয়। আমাদের এখানেই বড় ঘাটতি আছে।’ আফগানদের এমন জয়ে পুরো কৃতিত্বটাই তাদের দিলেন মাশরাফি। কারণ ব্যাটে-বলে তারাই এগিয়ে ছিল বলেই বাংলাদেশকে হারাতে পেরেছে। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘তারা সবসময় আমাদের কম রানে বেঁধে রেখেছে। তাদের দারুণ ও দক্ষ স্পিন বিভাগ আছে। দিনকে দিন সেটা আরও ভাল হচ্ছে। সার্বিকভাবে আমরাও দক্ষ, কিন্তু সেসব কাজে লাগাতে পারছি না যথেষ্ট অনুশীলন করার পরেও। তাই যে কোন একটা বিভাগকে দোষ দেয়া যাবে না, এটা দলগত ত্রুটি। আমরা যদি এসব ভুল-ত্রুটি থেকে শিখতে পারি সেক্ষেত্রে সিরিজ জয়ের সুযোগ থাকবে।’
×