ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরমাণু অস্ত্র ব্যবহার নীতি থেকে সরবে না যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:১৪, ২৯ সেপ্টেম্বর ২০১৬

পরমাণু অস্ত্র ব্যবহার নীতি থেকে সরবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র তার পরমাণু অস্ত্র ব্যবহার নীতি থেকে সরে যাবে না। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাস্টন কার্টার বলেছেন, ‘প্রথম ব্যবহার নয়’Ñএ পরমাণু অস্ত্র নীতি অনুসরণের জন্য কোন পরিকল্পনা নেই পেন্টাগনের। খবর এএফপির। প্রেসিডেন্ট বারাক ওবামা কোন পারমাণবিক সংঘাতে কখনও প্রথম আঘাত না করার প্রতিশ্রুতি দেয়াসহ দীর্ঘদিনের মার্কিন পারমাণবিক নীতির দোষগুণ খুঁটিয়ে দেখার বিষয় বিবেচনা করছেন বলে মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হওয়ার পর কার্টার মঙ্গলবার নিউ মেক্সিকোতে এক পারমাণবিক গবেষণা স্থাপনায় এ মন্তব্য করলেন। তিনি বলেন, সহযোগী ও মিত্রদের প্রতি পারমাণবিক সহযোগিতা প্রদান এবং এভাবে সংঘাত রোধ ও যুদ্ধ রোধ অবদান রাখার নীতি রয়েছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে। চীনসহ কয়েকটি দেশ ‘প্রথম ব্যবহার নয়’ নীতি ঘোষণা করলেও আমেরিকা ও ন্যাটো সহযোগীরা জোর দিচ্ছে যে, আগেই পারমাণবিক আক্রমণ শুরু করার বিষয়টি একটা প্রধান কৌশলগত বিকল্প। কার্টার বলেন, প্রথম আক্রমণ চালানোর সামর্থ আমাদের দীর্ঘদিনের নীতি হয়ে রয়েছে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সংশ্লিষ্ট বেশ কিছু বিতর্কিত মন্তব্য করার পর আমেরিকার পারমাণবিক নীতি নিয়ে জনগণের মধ্যে ক্রমবর্ধমান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
×