ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসের অনলাইন আবেদন

পাকিস্তানকে সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্র ঘোষণার দাবিতে লক্ষাধিক স্বাক্ষর

প্রকাশিত: ০৪:০৭, ২৮ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তানকে সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্র ঘোষণার দাবিতে লক্ষাধিক স্বাক্ষর

পাকিস্তানকে ‘সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্র’ ঘোষণা করতে হোয়াইট হাউসের অনলাইন আবেদনে এক লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছে। ওবামা প্রশাসনের কাছ থেকে জবাব পেতে এ আবেদনের অন্তত এক লাখ স্বাক্ষর দরকার ছিল, যা পূর্ণ হলো। খবর এনডিটিভি ও পিটিআই’র। আমেরিকাবাসী ভারতীয়রা এ অনলাইন আবেদন ছাড়েন। বর্তমানে ওই ওয়েবসাইটে থাকা আবেদনগুলোর মধ্যে জনপ্রিয়তায় এটি তৃতীয়তে পৌঁছেছে। এক লাখ ১০ হাজার লোক আবেদনে স্বাক্ষর করেছে। আগামী ৬০ দিনের মধ্যে ওবামা প্রশাসন এ ইস্যু নিয়ে জবাব দেবে বলে ধারণা করা হচ্ছে। অনলাইনে আবেদনটি গত ২১ সেপ্টেম্বর ছাড়া হয়। হোয়াইট হাউসের অনলাইন আবেদনে বলা হয়, ‘এ আবেদন যুক্তরাষ্ট্র, ভারত ও অন্য অনেক দেশের জনগণের কাছে গুরুত্বপূর্ণ, যারা প্রতিনিয়ত পাকিস্তানের মদদে সৃষ্ট সন্ত্রাসে আক্রান্ত হচ্ছে।’ ওবামার ‘উই দ্য পিওপল’ উদ্যোগের আওতায় মার্কিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণে আমেরিকার বাসিন্দারা হোয়াইট হাউসের ওয়েবসাইটে কোন বিশেষ ইস্যুতে সমর্থনের জন্য স্বাক্ষর সংগ্রহ করতে পারে। হোয়াইট হাউসের উপ-মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্র আখ্যা দেয়ার কাজটি খুবই সুনির্দিষ্ট প্রক্রিয়া, যা আইনী প্রক্রিয়া ও মূল্যায়নের মধ্য দিয়ে সম্পন্ন হয়। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী হুমকির মোকাবেলা করতে দেশটির সক্ষমতা জোরদারে আমরা গুরুত্ব দিচ্ছি। তারা সহিংস উগ্রবাদের বিরুদ্ধে ভয়াবহ লড়াই চালিয়ে যাচ্ছে এবং প্রচার অভিযান অব্যাহত রেখেছে।’ টোনার আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, তারা উন্নতি করছে এবং সন্ত্রাস ও সহিংসতা মোকাবেলায় পদক্ষেপ নিচ্ছে। তবে একই সময়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট যে, সকল সন্ত্রাসী গোষ্ঠীকেই তাদের টার্গেট বানানো দরকার, বিশেষ করে যারা পাকিস্তানের প্রতিবেশীদের লক্ষ্যবস্তু বানায়।’ এ একই ইস্যুতে রিপাবালিকান দলের কংগ্রেস সদস্য ও সন্ত্রাস বিষয়ে হাউস সাব-কমিটির চেয়ারম্যান টেড পো ও কংগ্রেস সদস্য ডানা রোহরাবাচের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ‘পাকিস্তান স্টেট স্পন্সর অব টেররিজম ডেজিগনেশন এ্যাক্ট’ বিল উত্থাপন করেন। এ বিল পেশের ৯০ দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি রিপোর্ট দিতে হবে। রিপোর্টে ওবামাকে উল্লেখ করতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানের মনোভাব নিয়ে। এ রিপোর্ট পেশের ৩০ দিন পর ফের মার্কিন কংগ্রেসের সেক্রেটারিকে আরেকটি রিপোর্ট পেশ করতে হবে।
×