ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বে প্রতি বছর বায়ুদূষণে ৬০ লাখ মানুষের মৃত্যু

প্রকাশিত: ০৪:০৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬

বিশ্বে প্রতি বছর বায়ুদূষণে ৬০ লাখ মানুষের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বিশ্বে প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বায়ু গ্রহণ করছে শ্বাসে এবং প্রতি বছর ৬০ লাখের বেশি মানুষের মৃত্যুর কারণ বায়ুদূষণ। সংস্থা এ দূষণের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে এ সতর্কবাণী উচ্চারণ করেছে। খবর এএফপির। ডব্লিউএইচও’র জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের প্রধান ম্যারিয়া নেইরা সাংবাদিকদের বলেছেন, জাতিসংঘের এ স্বাস্থ্যবিষয়ক সংস্থার এক রিপোর্টে উল্লেখিত নতুন উপাত্ত আমাদের উদ্বিগ্ন করে তোলার জন্য যথেষ্ট। তিনি বলেন, শহরগুলোতে এ সমস্যা অত্যন্ত প্রকট। কিন্তু অনেকেই যেমনটা মনে করেন তার চেয়ে বেশি বায়ুদূষণ গ্রামাঞ্চলে। রিপোর্টে বলা হয়, বিশ্বে উন্নত দেশগুলোর চেয়ে অধিকতর দরিদ্র দেশগুলো বেশি নোংরা। নেইরা এক বিবৃতিতে বলেন, কিন্তু বায়ুদূষণ বিশ্বের প্রতিটি দেশকে এবং সমাজের প্রতিটি অংশকে আসলে ক্ষতিগ্রস্ত করছে। এখন এটা এক জনস্বাস্থ্য জরুরী অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বায়ুদূষণ মোকাবেলায় দ্রুত পদক্ষেপ যথাশীঘ্রই নেয়া সম্ভব হচ্ছে না। তিনি এজন্য সড়কে যানবাহনের সংখ্যা হ্রাস, অকেজো ব্যবস্থাপনা উন্নত ও রান্নায় পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানান। সারাবিশ্বে তিন হাজারের বেশি এলাকা থেকে সংগৃহীত উপাত্তের ওপর ভিত্তি করে মঙ্গলবারের এ রিপোর্টটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ওঠে এসেছে, বিশ্ব জনসংখ্যার ৯২ শতাংশ মানুষ বাস করে এমন স্থানগুলোতে যেখানে যুদ্ধ বায়ু পর্যায়ে ডব্লিউএইচও’র সীমারেখাকে অতিক্রম করেছে। উপাত্তে বলা হয়েছে- বায়ুতে বিপজ্জনক দূষিত কণা রয়েছে যেগুলো ২ দশমিক ৫ মাইক্রোমিটারের চেয়ে ক্ষুদ্র। এগুলোতে রয়েছে সালফেট ও কালো কার্বনের মতো বিষাক্ত গ্যাস। নেইরা বলেন, পৃথিবীতে বায়ুদূষণের ওপর এতদিন যে তথ্যাবলী ছিল তার চেয়ে অনেক বেশি তথ্য এসেছে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে, বিশ্বে প্রতি বছর ৬০ লাখের বেশি মানুষের মৃত্যু হয় গৃহস্থিত ও ঘরের বাইরে বায়ুদূষণের শিকার হয়ে। এর মধ্যে বাইরের বায়ুদূষণে মারা যায় ৩০ লাখের বেশি মানুষ।
×