ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আইসিসির নতুন নিয়মে সাব্বিরের জরিমানা

প্রকাশিত: ০০:৫০, ২৬ সেপ্টেম্বর ২০১৬

আইসিসির নতুন নিয়মে সাব্বিরের জরিমানা

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের ইনিংসের ৪৫তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছিলেন সাব্বির রহমান। বলটা লেগেছিল তাঁর থাই প্যাডে। কিন্তু আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত আউটের সিদ্ধান্ত দেন। এ সিদ্ধান্তে মাঠে উপস্থিত দর্শক তো বেশ অবাকই হয়েছেন; ওঠে সমালোচনার ঝড়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাব্বিরের এই আউট নিয়ে এখনো বিতর্ক রয়েছে। তবে আউট নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য জরিমানা গুনতে হয়েছে সাব্বিরকে। তাঁর ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সেইসঙ্গে আইসিসির নতুন কোড অব কন্ডাক্ট অনুযায়ী দুই ‘ডিমেরিট পয়েন্ট’ দেওয়া হয়েছে তাঁকে, যা ভবিষ্যতে তাঁর জন্য একটা সতর্কবার্তা। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, আগামী ২৪ মাসে এই পয়েন্ট চার বা ততোধিক হলে পরে সেই অনুসারে পরবর্তী ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন সাব্বির। ‌সোমবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে পানি পানের বিরতির সময় সাব্বির আম্পায়ার সৈকতের কাছে গিয়ে তাঁকে দেওয়া এলবিডব্লিউর সিদ্ধান্ত নিয়ে জানতে চান। এ ছাড়া তিনি আম্পায়ারের সঙ্গে অগ্রহণযোগ্য ভাষাও ব্যবহার করেছেন। তাই তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে।
×