ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজনীতিকে ক্রিকেট থেকে দূরে রাখা উচিৎ ॥ মিসবাহ

প্রকাশিত: ২০:২০, ২৬ সেপ্টেম্বর ২০১৬

রাজনীতিকে ক্রিকেট থেকে দূরে রাখা উচিৎ ॥ মিসবাহ

অনলাইন ডেস্ক॥ কাশ্মীর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে অনির্দিষ্ট কালের জন্য সমস্ত রকমের ক্রিকেটীয় সম্পর্ক স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ উল হকের মতে ক্রিকেট থেকে রাজনীতি দূরে রাখা উচিত। মিসবাহ বলেছেন, “ক্রিকেটার হিসেবে আমি চাই ভারতের বিপক্ষে খেলতে। আমার মতে রাজনীতি থেকে ক্রিকেটকে দূরে রাখা উচিৎ। ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়াটাই বাঞ্ছনীয়।” ২০১০ থেকে টেস্টে পাকিস্তানকে নেতৃত্বে দিয়ে আসছেন মিসবাহ। কিন্তু এখনও ভারতের বিরুদ্ধে দেশকে নেতৃত্ব দেওয়ার স্বাদ মেটেনি তার। কারণ ২০০৭-এর পর থেকে কোনও টেস্ট ম্যাচ খেলেনি দুই দেশ। যদিও ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটকে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন মিসবাহ।
×