ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরেবাংলায় দর্শক খড়া!

প্রকাশিত: ০৬:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬

শেরেবাংলায় দর্শক  খড়া!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের দর্শকদের ভুবনজোড়া আছে সুখ্যাতি। যে কোন আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়াম থাকে কানায়-কানায় পূর্ণ। এমনকি টিকেট নিয়ে হাহাকার, সঙ্কট, দুর্নীতি ইত্যাদি তো লেগেই থাকে প্রতিটি সিরিজ কিংবা টুর্নামেন্টে। অযাচিত অনেক ঘটনাও ঘটে। তবে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তেমনটা দেখা গেল না। এমনকি বেশকিছু গ্যালারি থাকল পুরোপুরি শূন্য। সবচেয়ে কম মূল্যের ১০০ টাকার পূর্ব গ্যালারিতে ছিল বিপুল দর্শক, তবে সেখানেও কানায় কানায় পূর্ণতা দেখা যায়নি। অথচ দীর্ঘ ছয়মাস পর আবার দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট এবং প্রায় ১১ মাস পর ওয়ানডে খেলতে নামল মাশরাফি বিন মর্তুজার দল। এবার স্টেডিয়াম জুড়েই কড়া নিরাপত্তা ব্যবস্থা। তল্লাশির ব্যবস্থা যত্রতত্র। সবমিলিয়ে স্টেডিয়ামের নিরাপত্তার জন্য প্রায় ১৪০০ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। আর প্রথমবারের মতো এবার খেলার টিকেট সাধারণ দর্শকদের নিতে হয়েছে অনলাইনে সহজ ডট কম থেকে। সেখানেও আছে ঝক্কি। জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি ও ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে অনলাইনে টিকেটের জন্য আবেদন করতে হয়েছে। এই ঝক্কির কারণেও অনেকে টিকেট কেনার উৎসাহ হারিয়েছেন। এ কারণে ম্যাচের দিন মিরপুর ইনডোর স্টেডিয়ামে খোলা টিকেট বুথে অনেক মানুষ সরাসরি টিকেট কিনতে গেছেন। এর অধিকাংশেরই বয়স ১৮ বছরের নিচে। উল্লেখ্য, ১৮ বছর বয়স না হলে জাতীয় পরিচয়পত্র দেয়া হয় না বাংলাদেশে। তাই অনলাইনে অনেকে টিকেট কিনতে পারেননি। আবার রবিবার প্রথম কর্মদিবস, সেদিন ম্যাচ হওয়াতে অনেকে আসতে পারেননি। সবমিলিয়ে টিকেট নিয়ে এবার কোন ধরনের বিপত্তি কিংবা অযাচিত ঘটনার সৃষ্টি হয়নি। এক হাজার টাকার উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডে গুটিকয়েক দর্শক এসেছিলেন। এছাড়া ৫০০ টাকার ভিআইপি গ্যালারি, ৩০০ টাকার শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডগুলোও ছিল অপূর্ণ।
×