ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘ডেমোক্র্যাট প্রার্থীর প্রতি মার্কিনীদের আস্থা বেশি’

হিলারির প্রতি নিউইয়র্ক টাইমসের সমর্থন

প্রকাশিত: ০৪:০৪, ২৬ সেপ্টেম্বর ২০১৬

হিলারির প্রতি নিউইয়র্ক টাইমসের সমর্থন

যুক্তরাষ্ট্রের দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস শনিবার হোয়াইট হাউসের দৌড়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছে। পত্রিকাটি বলেছে, যুক্তরাষ্ট্র যেসব চ্যালেঞ্জের সম্মুখীন তা সামাল দিতে হিলারি রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য। খবর সিবিসি নিউজ, এনডিটিভি ও বিবিসির। নিউইয়র্ক টাইমস সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও নিউইয়র্কের সিনেটরকে তার প্রজন্মের সবচেয়ে দৃঢ়প্রতিজ্ঞ রাজনীতিকদের একজন অভিহিত করে বলেছে, ‘বিশ্বের সমস্যা সমাধানে হিলারির সারাজীবনের প্রতিশ্রুতি ও প্রচেষ্টা তাকে প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য করেছে এবং দেশের উচিত তাকে এ পদে কাজ করার সুযোগ করে দেয়া।’ হিলারি সোমবার রাতে প্রথম টিভি বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হবেন। মতামত জরিপে দেখা গেছে, হিলারির বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে সন্দেহ বিরাজ করায় ট্রাম্পের সঙ্গে এক সময় যে বিশাল ব্যবধান ছিল তা কমেছে। দ্য টাইমস বলছে, ক্লিনটনের ভুল থেকে তার আচরণের বিষয়ে অন্য ধারণা মেলে। তবে পত্রিকাটি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পররাষ্ট্র বিষয়ে মার্কিন বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হিলারির কাজের প্রশংসা করেছে। একই সঙ্গে নারী, শিশু ও পরিবারের জন্য তার জীবনভর সাধনারও প্রশংসা করা হয়েছে। পত্রিকাটি বলেছে, হিলারি এমনই একজন বাস্তববাদী যিনি মনে করেন, আমেরিকা মহাসাগর ও দেয়ালের ওপারে থাকতে পারে না। দেশটি তার স্বার্থরক্ষায় অবশ্যই আস্থার সঙ্গে বিশ্বের কর্মকা-ে অংশ নেবে। পত্রিকাটি বলেছে, আমেরিকা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন তার বিপরীতে ট্রাম্প নিজেকে তার সত্যিকারের ছোটপর্দার রিয়েলিটি শোতে সীমাবদ্ধ রেখেছেন। টাইমস আরও জানিয়েছে, ট্রাম্পকে কেন আমেরিকার আধুনিক ইতিহাসে একটি বড় দলের ‘সবচেয়ে অযোগ্য প্রার্থী’ মনে করে- সোমবার সম্পাদকীয়তে তার ব্যাখ্যা দেয়া হবে। মার্কিনীরা অধিকাংশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হিলারি ক্লিনটনের প্রতি বেশি আস্থাশীল। মাত্র একটি প্রধান ইস্যু- ‘চাকরির সুযোগ তৈরি’-তে হিলারির চেয়ে ট্রাম্প কিছুটা বেশি আস্থার দাবিদার। এপি-জিএফকের নতুন এক জরিপে এ তথ্য জানা গেছে। এদিকে, মার্কিন সিনেটর টেড ক্রুজ তার মনোনয়ন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এপি-জিএফকের জরিপমতে, মার্কিন ভোটাররা বলছেন, তারা স্বাস্থ্যসেবা ইস্যু মোকাবেলার ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে হিলারির প্রতি বেশি আস্থা রাখেন। এক্ষেত্রে ৪২ শতাংশ ভোটার হিলারি এবং ২৯ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে রয়েছেন। বর্ণ সমস্যা মোকাবেলায় ৪৮ শতাংশ ভোটার রয়েছেন হিলারির পক্ষে এবং ২০ শতাংশ ট্রাম্পের পক্ষে। রাশিয়ার সঙ্গে আলোচনা ইস্যুতে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর প্রতি ৪০ শতাংশ ভোটারের আস্থা রয়েছে। অন্যদিকে রিপাবলিকান প্রার্থীর প্রতি রয়েছে ৩৩ শতাংশ ভোটারের আস্থা।
×